সম্পত্তির জন্য মৃত মাকে ‘জীবিত’ সাজালো ছেলে
অনলাইন ডেস্ক | ১৯ ডিসেম্বর, ২০১৮ ১৪:৫৪
সম্পত্তি আত্মসাৎ করতে মৃত মাকে ‘জীবিত’ দেখিয়েছিল ছেলে। ভারতের মুম্বাইয়ে এমন এক ঘটনায় স্ত্রী-সন্তানসহ পুলিশ গ্রেপ্তার করেছে ওই ব্যক্তিকে।
বুধবার এক প্রতিবেদনে এনডিটিভি জানায়, গ্রেপ্তারকৃত সুনীল গুপ্তের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনে ছোটভাই বিজয়। কারসাজি করে পারিবারিক সম্পত্তি একাই আত্মসাৎ করেন সুনীল।
পরে নয়ডার একটি জেলা আদালত তার আবেদন শুনে এফআইআর করার নির্দেশ দেয়। এরপর পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করে।
নয়ডার পুলিশ কর্মকর্তা মনোজ কুমার সিং জানান, মা মারা যাওয়ার পর সুনীল একাই সব পারিবারিক সম্পত্তি দখলের পরিকল্পনা করে। পরে ভুয়া কাগজপত্র বানিয়ে মৃত মাকে জীবিত দেখান তিনি। সে ভুয়া কাগজ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাখিল করে একের পর এক সব সম্পত্তি দখল করে নেন। সেই সঙ্গে নিজে ও নিজের পরিবারের অ্যাকাউন্টে অর্থ সরিয়ে নেন।
বিজয় জানান, বড়ভাই সুনীল একাই ২৮৫ কোটি রুপির অর্থ হাতিয়ে নিয়েছে জালিয়াতি করে। মায়ের মৃত্যুর পর সম্পত্তি ভাগ না করে সে একাই সব দখল করে নিয়েছে।
জানা গেছে, ২০১১ সালের ৭ মার্চে মা কমলেশ রানী মারা যান। তার নামে বাড়ি ও কারখানাসহ বিপুল পরিমাণ সম্পত্তি ছিল। তিনি উইল করে যান মৃত্যুর পর তার পুরো সম্পত্তি দুই ছেলের মধ্যে সমান ভাগ হবে। কিন্তু বড়ভাই সুনীল একাই সে সম্পত্তি দখল করে নিয়েছেন। সেটাও আবার মৃত মাকে জীবিত সাজিয়ে ভুয়া কাগজপত্র দেখিয়ে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১৯ ডিসেম্বর, ২০১৮ ১৪:৫৪

সম্পত্তি আত্মসাৎ করতে মৃত মাকে ‘জীবিত’ দেখিয়েছিল ছেলে। ভারতের মুম্বাইয়ে এমন এক ঘটনায় স্ত্রী-সন্তানসহ পুলিশ গ্রেপ্তার করেছে ওই ব্যক্তিকে।
বুধবার এক প্রতিবেদনে এনডিটিভি জানায়, গ্রেপ্তারকৃত সুনীল গুপ্তের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনে ছোটভাই বিজয়। কারসাজি করে পারিবারিক সম্পত্তি একাই আত্মসাৎ করেন সুনীল।
পরে নয়ডার একটি জেলা আদালত তার আবেদন শুনে এফআইআর করার নির্দেশ দেয়। এরপর পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করে।
নয়ডার পুলিশ কর্মকর্তা মনোজ কুমার সিং জানান, মা মারা যাওয়ার পর সুনীল একাই সব পারিবারিক সম্পত্তি দখলের পরিকল্পনা করে। পরে ভুয়া কাগজপত্র বানিয়ে মৃত মাকে জীবিত দেখান তিনি। সে ভুয়া কাগজ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাখিল করে একের পর এক সব সম্পত্তি দখল করে নেন। সেই সঙ্গে নিজে ও নিজের পরিবারের অ্যাকাউন্টে অর্থ সরিয়ে নেন।
বিজয় জানান, বড়ভাই সুনীল একাই ২৮৫ কোটি রুপির অর্থ হাতিয়ে নিয়েছে জালিয়াতি করে। মায়ের মৃত্যুর পর সম্পত্তি ভাগ না করে সে একাই সব দখল করে নিয়েছে।
জানা গেছে, ২০১১ সালের ৭ মার্চে মা কমলেশ রানী মারা যান। তার নামে বাড়ি ও কারখানাসহ বিপুল পরিমাণ সম্পত্তি ছিল। তিনি উইল করে যান মৃত্যুর পর তার পুরো সম্পত্তি দুই ছেলের মধ্যে সমান ভাগ হবে। কিন্তু বড়ভাই সুনীল একাই সে সম্পত্তি দখল করে নিয়েছেন। সেটাও আবার মৃত মাকে জীবিত সাজিয়ে ভুয়া কাগজপত্র দেখিয়ে।