হিন্দু দেবতা হনুমান মুসলিম ছিলেন: বিজেপি নেতা
অনলাইন ডেস্ক | ২১ ডিসেম্বর, ২০১৮ ১২:৩৯
হিন্দু দেবতা হনুমান ‘মুসলিম’ ছিলেন মন্তব্য করে বিতর্কে জড়ালেন ভারতের উত্তরপ্রদেশের এক বিজেপি নেতা। এর আগে হনুমানকে ‘দলিত’ বলে তুমুল বিতর্কের মুখে পড়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
গো-রক্ষা ইস্যুতে যেখানে গোটা ভারতে সংখ্যালঘু মুসলিমরা চরম নিপীড়ন ও হত্যার শিকার হচ্ছে, সেখানে হিন্দুদের এক দেবতাকেই ‘মুসলিম’ আখ্যা দিলেন বিজেপির কাউন্সিলর বুক্কাল নওয়াব।
শুক্রবার ভারতের এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, সংবাদ সংস্থা এএনআই-কে বুক্কাল বলেন- “হনুমান গোটা বিশ্বেরই। প্রতিটি জাতি এবং ধর্মেরই অংশ তিনি। আমার ধারণা, হনুমান একজন মুসলিম ছিলেন।”
কেন তিনি এমনটা মনে করেন জানতে চাইলে এই বিজেপি নেতা বলেন, “ইসলাম ধর্মে পরিচিত কিছু নাম যেমন- রহমান, ফরমান, রমজান, কুরবান এরকম অনেক শব্দের সঙ্গেই হনুমানের মিল রয়েছে।”
তার এমন যুক্তি নাকচ করা হলে তিনি তখন আরও কিছু শব্দ যোগ করেন। যেমন- ইমরান, ফুরকান, সুলতান এবং সুলাইমান। এসব নামের সঙ্গেও তিনি হনুমান শব্দের মিল খুঁজে পান বলে জানান এই বিজেপি নেতা।
তিনি আরও বলেন, “এছাড়া মুসলমানরা যেমন অন্যের বিপদে কোনও কিছু চিন্তা না করে ঝাঁপিয়ে পড়েন হনুমানও তাই ছিলেন।”
বুক্কাল বিজেপিতে যোগ দেওয়ার আগে রাজ্যটির বিরোধী দল সমাজবাদী পার্টির নেতা ছিলেন। সেসময় অযোধ্যায় বাবরি মসজিদস্থলে রাম মন্দির নির্মাণের জন্য ১৫ কোটি রুপি অর্থ সহায়তার ঘোষণা দিয়ে সমালোচিত হয়েছিলেন তিনি।
হিন্দুধর্মে দেবতা হিসেবে মনে করা হলেও হিন্দু পুরাণে হনুমানকে রামের একনিষ্ঠ সহচর মনে করা হয়। রামায়ণের মূল চরিত্র রাম যাকে হিন্দুরা ভগবান বিষ্ণুর অবতার হিসেবে দাবি করে থাকে। তার অনুগত চরিত্র হিসেবেই পাওয়া যায় এই হনুমানকে।
তিনি বায়ুদেবতার পুত্র। হিন্দুদের কাছে হনুমান রামভক্ত হিসেবে পরিচিত। রামায়ণের কাহিনী অনুসারে হনুমান সীতাকে উদ্ধারের জন্য লঙ্কায় অভিযান চালান।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২১ ডিসেম্বর, ২০১৮ ১২:৩৯

হিন্দু দেবতা হনুমান ‘মুসলিম’ ছিলেন মন্তব্য করে বিতর্কে জড়ালেন ভারতের উত্তরপ্রদেশের এক বিজেপি নেতা। এর আগে হনুমানকে ‘দলিত’ বলে তুমুল বিতর্কের মুখে পড়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
গো-রক্ষা ইস্যুতে যেখানে গোটা ভারতে সংখ্যালঘু মুসলিমরা চরম নিপীড়ন ও হত্যার শিকার হচ্ছে, সেখানে হিন্দুদের এক দেবতাকেই ‘মুসলিম’ আখ্যা দিলেন বিজেপির কাউন্সিলর বুক্কাল নওয়াব।
শুক্রবার ভারতের এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, সংবাদ সংস্থা এএনআই-কে বুক্কাল বলেন- “হনুমান গোটা বিশ্বেরই। প্রতিটি জাতি এবং ধর্মেরই অংশ তিনি। আমার ধারণা, হনুমান একজন মুসলিম ছিলেন।”
কেন তিনি এমনটা মনে করেন জানতে চাইলে এই বিজেপি নেতা বলেন, “ইসলাম ধর্মে পরিচিত কিছু নাম যেমন- রহমান, ফরমান, রমজান, কুরবান এরকম অনেক শব্দের সঙ্গেই হনুমানের মিল রয়েছে।”
তার এমন যুক্তি নাকচ করা হলে তিনি তখন আরও কিছু শব্দ যোগ করেন। যেমন- ইমরান, ফুরকান, সুলতান এবং সুলাইমান। এসব নামের সঙ্গেও তিনি হনুমান শব্দের মিল খুঁজে পান বলে জানান এই বিজেপি নেতা।
তিনি আরও বলেন, “এছাড়া মুসলমানরা যেমন অন্যের বিপদে কোনও কিছু চিন্তা না করে ঝাঁপিয়ে পড়েন হনুমানও তাই ছিলেন।”
বুক্কাল বিজেপিতে যোগ দেওয়ার আগে রাজ্যটির বিরোধী দল সমাজবাদী পার্টির নেতা ছিলেন। সেসময় অযোধ্যায় বাবরি মসজিদস্থলে রাম মন্দির নির্মাণের জন্য ১৫ কোটি রুপি অর্থ সহায়তার ঘোষণা দিয়ে সমালোচিত হয়েছিলেন তিনি।
হিন্দুধর্মে দেবতা হিসেবে মনে করা হলেও হিন্দু পুরাণে হনুমানকে রামের একনিষ্ঠ সহচর মনে করা হয়। রামায়ণের মূল চরিত্র রাম যাকে হিন্দুরা ভগবান বিষ্ণুর অবতার হিসেবে দাবি করে থাকে। তার অনুগত চরিত্র হিসেবেই পাওয়া যায় এই হনুমানকে।
তিনি বায়ুদেবতার পুত্র। হিন্দুদের কাছে হনুমান রামভক্ত হিসেবে পরিচিত। রামায়ণের কাহিনী অনুসারে হনুমান সীতাকে উদ্ধারের জন্য লঙ্কায় অভিযান চালান।