ফেসবুকে প্রেম করে কারাগারে ৬ বছর
নিজস্ব প্রতিবেদক | ২১ ডিসেম্বর, ২০১৮ ১৩:৩১
পাকিস্তানের জেলে ছয় বছর কাটানোর পর সফটওয়্যার ইঞ্জিনিয়ার হামিদ নিহাল আনসারি তরুণ সমাজের প্রতি আহ্বান করেছেন, ফেসবুকে কোনো প্রেমের সম্পর্কে না জড়াতে।
এই ভারতীয় নাগরিক ফেসবুকের মাধ্যমে এক তরুণীর সঙ্গে প্রেমের টানে পাকিস্তানে গিয়ে সেখানকার জেলে আটকে পড়েন।
এনডিটিভি জানায়, প্রেমিকাকে পরিবার জোরপূর্বক বিয়ে দেওয়ার চেষ্টা করা হলে সেটি থামাতে গিয়েছিলেন আনসারি। পাকিস্তানে প্রবেশের সময় তিনি পুলিশের হাতে গ্রেপ্তার হন। এ ঘটনায় তার ছয় বছর কারাদণ্ড হয়।
বৃহস্পতিবার তিনি মুম্বাইয়ে ফিরলে বাড়িতে বসে তাকে বেশ চিন্তিত দেখা যায়। এসময় তিনি ফেসবুক ব্যবহার নিয়ে তরুণদের সতর্ক করেন।
হামিদ বলেন, “বাবা-মা থেকে কোনো কিছু লুকানো উচিত নয় সন্তানদের। যে কোনো সমস্যায় একমাত্র পরিবারই পাশে থাকে। অবৈধভাবে কোনো জায়গায় কোনোভাবেই যাওয়া উচিত নয়।”
তিনি সবাই সতর্ক করে দিয়ে বলেন, ফেসবুকের মাধ্যমে কোনো প্রেমের সম্পর্কে না জড়াতে।
পোড় খাওয়া এই প্রেমিক বলেন, “এই ঝুঁকি কেউ নেবেন না। এভাবে কেউ প্রেমে পড়বেন না। ফেসবুকে কাউকে বিশ্বাস করা উচিত নয়।”
২০১২ সালে আফগানিস্তান হয়ে পাকিস্তানে প্রবেশ করতে গিয়ে গ্রেপ্তার হন হামিদ। তবে গুপ্তচরবৃত্তির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানায় পাক কর্তৃপক্ষ। ওয়াগাহ-আত্তারি সীমান্ত দিয়ে মঙ্গলবার তাকে ভারতের কাছে হস্তান্তর করা হয়।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ২১ ডিসেম্বর, ২০১৮ ১৩:৩১

পাকিস্তানের জেলে ছয় বছর কাটানোর পর সফটওয়্যার ইঞ্জিনিয়ার হামিদ নিহাল আনসারি তরুণ সমাজের প্রতি আহ্বান করেছেন, ফেসবুকে কোনো প্রেমের সম্পর্কে না জড়াতে।
এই ভারতীয় নাগরিক ফেসবুকের মাধ্যমে এক তরুণীর সঙ্গে প্রেমের টানে পাকিস্তানে গিয়ে সেখানকার জেলে আটকে পড়েন।
এনডিটিভি জানায়, প্রেমিকাকে পরিবার জোরপূর্বক বিয়ে দেওয়ার চেষ্টা করা হলে সেটি থামাতে গিয়েছিলেন আনসারি। পাকিস্তানে প্রবেশের সময় তিনি পুলিশের হাতে গ্রেপ্তার হন। এ ঘটনায় তার ছয় বছর কারাদণ্ড হয়।
বৃহস্পতিবার তিনি মুম্বাইয়ে ফিরলে বাড়িতে বসে তাকে বেশ চিন্তিত দেখা যায়। এসময় তিনি ফেসবুক ব্যবহার নিয়ে তরুণদের সতর্ক করেন।

হামিদ বলেন, “বাবা-মা থেকে কোনো কিছু লুকানো উচিত নয় সন্তানদের। যে কোনো সমস্যায় একমাত্র পরিবারই পাশে থাকে। অবৈধভাবে কোনো জায়গায় কোনোভাবেই যাওয়া উচিত নয়।”
তিনি সবাই সতর্ক করে দিয়ে বলেন, ফেসবুকের মাধ্যমে কোনো প্রেমের সম্পর্কে না জড়াতে।
পোড় খাওয়া এই প্রেমিক বলেন, “এই ঝুঁকি কেউ নেবেন না। এভাবে কেউ প্রেমে পড়বেন না। ফেসবুকে কাউকে বিশ্বাস করা উচিত নয়।”
২০১২ সালে আফগানিস্তান হয়ে পাকিস্তানে প্রবেশ করতে গিয়ে গ্রেপ্তার হন হামিদ। তবে গুপ্তচরবৃত্তির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানায় পাক কর্তৃপক্ষ। ওয়াগাহ-আত্তারি সীমান্ত দিয়ে মঙ্গলবার তাকে ভারতের কাছে হস্তান্তর করা হয়।