কনসার্ট ভেসে গেল সুনামির আঘাতে
অনলাইন ডেস্ক | ২৩ ডিসেম্বর, ২০১৮ ২০:১৯
ওপেন এয়ার কনসার্টে পপগানের তালে তালে নাচছিলেন দর্শকরা। উটসবের মাঝখানেই আঘাত হানে সুনামি। সঙ্গে সঙ্গে তছনছ হয়ে যায় সবকিছু। ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত ইন্দোনেশিয়ার এমন একটি ভিডিও ভাইরাল হয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, কনসার্টটিতে গান করতে আসা সেভেন্টিন ব্যান্ডের গায়ক রেইফিয়ান ফাহারশাহ মর্মান্তিক এ ভিডিওটি প্রকাশ করেন ইনস্টগ্রামে।
সঙ্গে সঙ্গে এটি তার দুই লাখ ৬০ হাজার ফলোয়ারের কাছে পৌঁছে যায়। এতে তার ব্যান্ডের দুই সদস্যে মৃত্যু হয় বলে জানান তিনি।
শনিবার রাতে জাভার পশ্চিম উপকূলে সমুদ্রের পাড়ে বিপুল সংখ্যক দর্শক শ্রোতার সামনে ব্যান্ডটি সঙ্গীত পরিবেশন করছিল। সে সময় আচমকা সুনামি এসে আঘাত হানে তাদের ওপর। ভিডিওতে দেখা যায়, দর্শক শ্রোতারা মঞ্চের আশেপাশে গানের সঙ্গে সঙ্গে নাচছিলেন।
রেইফিয়ান বলেন, “আমাদের বেসিস্ট বানি এবং রোড ম্যানেজার ওকি মারা গেছে। এছাড়া আন্দি (ড্রামার), হেরমান (গিটারিস্ট), উজানকে (সহকারী) খুঁজে পাওয়া যায়নি। তার স্ত্রী দিলান সাহারাও নিখোঁজ বলে তিনি জানান।”
ইন্দোনেশিয়ার উপকূলীয় অঞ্চল সুন্দায় সুনামির আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ২২২-এ এসে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ৮০০ জন। নিখোঁজ রয়েছেন অনেকে।
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ভয়াবহ এই দুর্যোগে শত শত ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এমন ভয়াবহ সুনামির সম্ভাব্য কারণ হিসেবে অন্তঃসাগরীয় ভূমিধসকে দায়ী করা হচ্ছে।
দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা স্থানীয়দের সতর্ক করে জানিয়েছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। ভরা পূর্ণিমায় সাগর আরও উত্তাল হলে শক্তিশালী ঢেউ ক্ষতির কারণ হতে পারে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৩ ডিসেম্বর, ২০১৮ ২০:১৯

ওপেন এয়ার কনসার্টে পপগানের তালে তালে নাচছিলেন দর্শকরা। উটসবের মাঝখানেই আঘাত হানে সুনামি। সঙ্গে সঙ্গে তছনছ হয়ে যায় সবকিছু। ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত ইন্দোনেশিয়ার এমন একটি ভিডিও ভাইরাল হয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, কনসার্টটিতে গান করতে আসা সেভেন্টিন ব্যান্ডের গায়ক রেইফিয়ান ফাহারশাহ মর্মান্তিক এ ভিডিওটি প্রকাশ করেন ইনস্টগ্রামে।
সঙ্গে সঙ্গে এটি তার দুই লাখ ৬০ হাজার ফলোয়ারের কাছে পৌঁছে যায়। এতে তার ব্যান্ডের দুই সদস্যে মৃত্যু হয় বলে জানান তিনি।
শনিবার রাতে জাভার পশ্চিম উপকূলে সমুদ্রের পাড়ে বিপুল সংখ্যক দর্শক শ্রোতার সামনে ব্যান্ডটি সঙ্গীত পরিবেশন করছিল। সে সময় আচমকা সুনামি এসে আঘাত হানে তাদের ওপর। ভিডিওতে দেখা যায়, দর্শক শ্রোতারা মঞ্চের আশেপাশে গানের সঙ্গে সঙ্গে নাচছিলেন।
রেইফিয়ান বলেন, “আমাদের বেসিস্ট বানি এবং রোড ম্যানেজার ওকি মারা গেছে। এছাড়া আন্দি (ড্রামার), হেরমান (গিটারিস্ট), উজানকে (সহকারী) খুঁজে পাওয়া যায়নি। তার স্ত্রী দিলান সাহারাও নিখোঁজ বলে তিনি জানান।”
ইন্দোনেশিয়ার উপকূলীয় অঞ্চল সুন্দায় সুনামির আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ২২২-এ এসে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ৮০০ জন। নিখোঁজ রয়েছেন অনেকে।
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ভয়াবহ এই দুর্যোগে শত শত ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এমন ভয়াবহ সুনামির সম্ভাব্য কারণ হিসেবে অন্তঃসাগরীয় ভূমিধসকে দায়ী করা হচ্ছে।
দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা স্থানীয়দের সতর্ক করে জানিয়েছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। ভরা পূর্ণিমায় সাগর আরও উত্তাল হলে শক্তিশালী ঢেউ ক্ষতির কারণ হতে পারে।