দীর্ঘতম চুল নিয়ে গিনেস বুকে ষোড়শী
অনলাইন ডেস্ক | ২৪ ডিসেম্বর, ২০১৮ ২০:৩৪
গোড়ালি পর্যন্ত চুল নিয়ে বিশ্বের সবচেয়ে দীর্ঘকেশী নারী হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকে স্থান করে নিলেন ভারতের গুজরাটের এক কিশোরী।
দশ বছর আগে ছয় বছর বয়স থাকা অবস্থায় পার্লারে চুল কাটাতে গিয়ে হেয়ারকাট নিয়ে সমস্যায় পড়েছিলেন নীলাংশি পেটেল। এরপর আর চুল কাটেননি এ ষোড়শী। ফলে তিনি এখন সব থেকে লম্বা লম্বা চুলের অধিকারিণী।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানা যায়, ছোটবেলার সেই চুলকাটার তিক্ত অভিজ্ঞতায় বিরক্ত হয়ে নীলাংশি সিদ্ধান্ত নিয়েছিলেন জীবনে চুলই কাটবেন না আর। সেই চুল না কেটেই এই কিশোরী গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করে ফেলেছেন।
মজার কথা হলো, একজন স্বাভাবিক মানুষের চেয়েও তার চুলের দৈর্ঘ্য বেশি। ৫ ফুট ৭ ইঞ্চি মাপের চুল নিয়ে নীলাংশী এখন ডিজনি রূপকথার র্যাপুনজেল! তার বন্ধুরা তাকে এ নামেই ডাকতে ভালোবাসে।
রাজকুমারী র্যাপুনজেল ছিলেন স্বর্ণকেশী এবং তার চুলেই ছিল সব জাদুকরী ক্ষমতা। চুলে রূপকথার সেই জাদুকরী ক্ষমতা না থাকলেও নিজেকে র্যাপুনজেল ভাবতে পেরে রোমাঞ্চিতই হন নীলাংশী।
এ চুল নিয়েই নীলাংশি খেলেন টেবিল টেনিস। এ খেলায় বেশ ভাল সাফল্যও কুড়িয়েছেন তিনি। সেইসঙ্গে সানন্দেই করেন সবধরনের কাজ।
নীলাংশি বলেন, “মানুষ মনে করে যে, এত লম্বা চুল নিয়ে নিশ্চয়ই অনেক সমস্যা পোহাতে হয় আমাকে, কিন্তু সত্যিই কোনও সমস্যা হয় না আমার। লম্বা চুল নিয়েই আমি খেলাধুলাও করি, সবধরনের কাজও করি। আমার চুল আমার জন্য লাকি চার্ম বলতে পারেন।”
কীভাবে চুলের যত্ন নেন জানতে চাওয়া হলে তিনি জানান, সপ্তাহে একবার শ্যাম্পু করেন তিনি। চুল আচড়াতে আর বাধতে সাহায্য করেন তার মা।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৪ ডিসেম্বর, ২০১৮ ২০:৩৪

গোড়ালি পর্যন্ত চুল নিয়ে বিশ্বের সবচেয়ে দীর্ঘকেশী নারী হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকে স্থান করে নিলেন ভারতের গুজরাটের এক কিশোরী।
দশ বছর আগে ছয় বছর বয়স থাকা অবস্থায় পার্লারে চুল কাটাতে গিয়ে হেয়ারকাট নিয়ে সমস্যায় পড়েছিলেন নীলাংশি পেটেল। এরপর আর চুল কাটেননি এ ষোড়শী। ফলে তিনি এখন সব থেকে লম্বা লম্বা চুলের অধিকারিণী।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানা যায়, ছোটবেলার সেই চুলকাটার তিক্ত অভিজ্ঞতায় বিরক্ত হয়ে নীলাংশি সিদ্ধান্ত নিয়েছিলেন জীবনে চুলই কাটবেন না আর। সেই চুল না কেটেই এই কিশোরী গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করে ফেলেছেন।
মজার কথা হলো, একজন স্বাভাবিক মানুষের চেয়েও তার চুলের দৈর্ঘ্য বেশি। ৫ ফুট ৭ ইঞ্চি মাপের চুল নিয়ে নীলাংশী এখন ডিজনি রূপকথার র্যাপুনজেল! তার বন্ধুরা তাকে এ নামেই ডাকতে ভালোবাসে।
রাজকুমারী র্যাপুনজেল ছিলেন স্বর্ণকেশী এবং তার চুলেই ছিল সব জাদুকরী ক্ষমতা। চুলে রূপকথার সেই জাদুকরী ক্ষমতা না থাকলেও নিজেকে র্যাপুনজেল ভাবতে পেরে রোমাঞ্চিতই হন নীলাংশী।

এ চুল নিয়েই নীলাংশি খেলেন টেবিল টেনিস। এ খেলায় বেশ ভাল সাফল্যও কুড়িয়েছেন তিনি। সেইসঙ্গে সানন্দেই করেন সবধরনের কাজ।
নীলাংশি বলেন, “মানুষ মনে করে যে, এত লম্বা চুল নিয়ে নিশ্চয়ই অনেক সমস্যা পোহাতে হয় আমাকে, কিন্তু সত্যিই কোনও সমস্যা হয় না আমার। লম্বা চুল নিয়েই আমি খেলাধুলাও করি, সবধরনের কাজও করি। আমার চুল আমার জন্য লাকি চার্ম বলতে পারেন।”
কীভাবে চুলের যত্ন নেন জানতে চাওয়া হলে তিনি জানান, সপ্তাহে একবার শ্যাম্পু করেন তিনি। চুল আচড়াতে আর বাধতে সাহায্য করেন তার মা।