‘উল্কাপাত’ থেকে রাশিয়ায় ‘বিরল’ ভূমিধস
অনলাইন ডেস্ক | ২৫ ডিসেম্বর, ২০১৮ ১৮:০৭
৩৯০ মাইল দীর্ঘ বুরিয়া নদী ক্ষতিগ্রস্ত হয়েছে।
পূর্ব রাশিয়ায় বড় রকমের একটি ভূমিধস থেকে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ধারণা করা হচ্ছে, ‘আকাশ থেকে উল্কাপাত’ অথবা ‘বড় কোনো বোমা বিস্ফোরণ’ থেকে এটি হয়েছে। স্থানীয় গণমাধ্যম এই ঘটনাকে ‘বিরল’ এবং ‘রহস্যময়’ বলে উল্লেখ করেছে।
ভাইরাল হওয়া একটি ভিডিও থেকে দেখা যাচ্ছে, খাবারোভস্ক অঞ্চলের ৩৯০ মাইল দীর্ঘ বুরিয়া নদী বড় শিলার কারণে আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভার্গনেবুরেইন্সিকি জেলার প্রধান অ্যালেক্স মাসলোভ ঘটনার স্থান দেখে বলেছেন, “আমরা বিস্তারিত বোঝার চেষ্টা করছি। আমার মনে হয়েছে এটি উল্কাপাত থেকে হয়েছে।”
তার কথাকে সমর্থন করছেন মহাজাগতিক ধুলা বিশেষজ্ঞ ড. এভগনি জুবকো, “উল্কার টুকরো থেকে এটি হওয়ার সম্ভাবনা বেশি।”
মাসলোভ আবার অন্য শঙ্কার কথাও বলছেন, “বড় ধরণের বিস্ফোরণ কিংবা প্লেন ধস থেকেও এটি হতে পারে।”
কিন্তু এই সম্ভাবনার বিষয়টি খুব একটা সমর্থন করছে না ডেইলি মিরর। পত্রিকাটি বলছে, সম্প্রতি ওই এলাকায় কোনো সেনা অভিযান হয়নি। তাই বোমার বিষয়টি অসম্ভব।
এর আগে ২০১৩ সালে একবার রাশিয়ায় উল্কাপাতের ঘটনা আলোচনার ঝড় তোলে। দেশটির উরাল পার্বত্যাঞ্চলে সকালে আকাশ থেকে এক জ্বলন্ত বস্তু প্রচণ্ড বিস্ফোরণের পর মাটিতে পড়ে। সেবার ওই ঘটনায় চারশতাধিক মানুষ আহত হন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৫ ডিসেম্বর, ২০১৮ ১৮:০৭
পূর্ব রাশিয়ায় বড় রকমের একটি ভূমিধস থেকে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ধারণা করা হচ্ছে, ‘আকাশ থেকে উল্কাপাত’ অথবা ‘বড় কোনো বোমা বিস্ফোরণ’ থেকে এটি হয়েছে। স্থানীয় গণমাধ্যম এই ঘটনাকে ‘বিরল’ এবং ‘রহস্যময়’ বলে উল্লেখ করেছে।
ভাইরাল হওয়া একটি ভিডিও থেকে দেখা যাচ্ছে, খাবারোভস্ক অঞ্চলের ৩৯০ মাইল দীর্ঘ বুরিয়া নদী বড় শিলার কারণে আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভার্গনেবুরেইন্সিকি জেলার প্রধান অ্যালেক্স মাসলোভ ঘটনার স্থান দেখে বলেছেন, “আমরা বিস্তারিত বোঝার চেষ্টা করছি। আমার মনে হয়েছে এটি উল্কাপাত থেকে হয়েছে।”
তার কথাকে সমর্থন করছেন মহাজাগতিক ধুলা বিশেষজ্ঞ ড. এভগনি জুবকো, “উল্কার টুকরো থেকে এটি হওয়ার সম্ভাবনা বেশি।”
মাসলোভ আবার অন্য শঙ্কার কথাও বলছেন, “বড় ধরণের বিস্ফোরণ কিংবা প্লেন ধস থেকেও এটি হতে পারে।”
কিন্তু এই সম্ভাবনার বিষয়টি খুব একটা সমর্থন করছে না ডেইলি মিরর। পত্রিকাটি বলছে, সম্প্রতি ওই এলাকায় কোনো সেনা অভিযান হয়নি। তাই বোমার বিষয়টি অসম্ভব।
এর আগে ২০১৩ সালে একবার রাশিয়ায় উল্কাপাতের ঘটনা আলোচনার ঝড় তোলে। দেশটির উরাল পার্বত্যাঞ্চলে সকালে আকাশ থেকে এক জ্বলন্ত বস্তু প্রচণ্ড বিস্ফোরণের পর মাটিতে পড়ে। সেবার ওই ঘটনায় চারশতাধিক মানুষ আহত হন।