ফেসবুক প্রেমিকের সঙ্গে পালাতে না দেওয়ায় মাকে খুন
অনলাইন ডেস্ক | ২৬ ডিসেম্বর, ২০১৮ ০৯:৪৯
প্রতীকী ছবি
ফেসবুকে পরিচয়ের মাধ্যমে এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে কলেজ পড়ুয়া দেবী প্রিয়ার। পালিয়ে বিয়ের সিদ্ধান্ত নেন দুজন। কিন্তু বাধা দেন তরুণীর মা। আর এতে ক্ষিপ্ত হয়ে বটি দিয়ে কুপিয়ে মাকে হত্যা করেন প্রিয়া।
এনডিটিভি জানায়, ভারতের তামিলনাড়ুতে মর্মান্তিক এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে পুলিশ মঙ্গলবার জানিয়েছে।
পুলিশের বরাত দিয়ে এএনআই জানায়, ফেসবুক বন্ধু বিবেকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে কলেজ পড়ুয়া প্রিয়ার। বিবেক তাকে তাদের শহরে চলে যেতে বলেন।
জানা গেছে, বিবেক পেশায় পোশাক শ্রমিক। তিনি আসতে পারবেন না জানিয়ে প্রিয়াকে নিয়ে যেতে তার দুই বন্ধু- সতীশ ও বিগনেশকে পাঠান।
প্রিয়ার মা বনুমাথি তাকে ব্যাগ গোছাতে দেখে এবং পালিয়ে যেতে দেখে বাধা দেন। তিনি মেয়ে থামানোর চেষ্টা করেন। এসময় প্রিয়া ক্ষিপ্ত হয়ে বটি দিয়ে কুপিয়ে মাকে হত্যা করেন।
পুলিশ জানায়, দুই যুবক প্রিয়াকে নিয়ে পালানোর চেষ্টা করে। কিন্তু এলাকাবাসী তাদের জামায় রক্তের দাগ দেখে আটক করে পুলিশে খবর দেয়।
পরে তিনজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। সংশ্লিষ্ট ধারায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৬ ডিসেম্বর, ২০১৮ ০৯:৪৯

ফেসবুকে পরিচয়ের মাধ্যমে এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে কলেজ পড়ুয়া দেবী প্রিয়ার। পালিয়ে বিয়ের সিদ্ধান্ত নেন দুজন। কিন্তু বাধা দেন তরুণীর মা। আর এতে ক্ষিপ্ত হয়ে বটি দিয়ে কুপিয়ে মাকে হত্যা করেন প্রিয়া।
এনডিটিভি জানায়, ভারতের তামিলনাড়ুতে মর্মান্তিক এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে পুলিশ মঙ্গলবার জানিয়েছে।
পুলিশের বরাত দিয়ে এএনআই জানায়, ফেসবুক বন্ধু বিবেকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে কলেজ পড়ুয়া প্রিয়ার। বিবেক তাকে তাদের শহরে চলে যেতে বলেন।
জানা গেছে, বিবেক পেশায় পোশাক শ্রমিক। তিনি আসতে পারবেন না জানিয়ে প্রিয়াকে নিয়ে যেতে তার দুই বন্ধু- সতীশ ও বিগনেশকে পাঠান।
প্রিয়ার মা বনুমাথি তাকে ব্যাগ গোছাতে দেখে এবং পালিয়ে যেতে দেখে বাধা দেন। তিনি মেয়ে থামানোর চেষ্টা করেন। এসময় প্রিয়া ক্ষিপ্ত হয়ে বটি দিয়ে কুপিয়ে মাকে হত্যা করেন।
পুলিশ জানায়, দুই যুবক প্রিয়াকে নিয়ে পালানোর চেষ্টা করে। কিন্তু এলাকাবাসী তাদের জামায় রক্তের দাগ দেখে আটক করে পুলিশে খবর দেয়।
পরে তিনজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। সংশ্লিষ্ট ধারায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।