চাকরি বাঁচাতে চাইলে আইফোন ছাড়ুন
অনলাইন ডেস্ক | ২৬ ডিসেম্বর, ২০১৮ ১৩:০৯
কানাডায় হুয়াওয়ের শীর্ষ নির্বাহী মেং ওয়ানঝুকে গ্রেপ্তারের প্রতিবাদে অ্যাপলের আইফোন বর্জন করছে অনেক চীনা নাগরিক। অনেক কোম্পানি তাদের কর্মীদের এই ফোন ব্যবহার না করতে বাধ্যও করছে।
ভারতের এনডিটিভি জানায়, ডিসেম্বরের শুরুতে কানাডায় গ্রেপ্তার হন ওয়ানঝু। এ ঘটনা চীনা নাগরিকদের অনুভূতিতে আঘাতই বলতে গেলে। বিশ্বব্যাপী চীনা বাণিজ্যের জয়রথে হুয়াওয়ে চীনাদের কাছে হয়ে উঠেছে অনেকটাই জাতীয়তাবাদের প্রতীকের মতো।
কিন্তু মার্কিন প্রতিষ্ঠান অ্যাপলের ফোনই কেন বর্জন করছেন তারা। কারণ যুক্তরাষ্ট্রের অনুরোধেই ওয়ানঝুকে গ্রেপ্তারর করে কানাডা। তাকে যুক্তরাষ্ট্রের কাছে তুলে দেওয়ার দাবিও জানিয়েছিল ওয়াশিংটন।
হুয়াওয়ের বিরুদ্ধে ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা ভঙ্গের অভিযোগ আনে যুক্তরাষ্ট্র।
এ ঘটনায় সৃষ্ট উত্তেজনায় চীনা সরকার আটক করেছে কয়েকজন কানাডীয় নাগরিককে। এর বাইরে চীনা বড় বড় অনেক কোম্পানি তাদের কর্মীদের অ্যাপল পণ্য ব্যবহার করতে নিষেধ করে দিয়েছে। নিষেধাজ্ঞা অগ্রাহ্য করলে শাস্তির মুখে পড়তে হবে বলেও জানানো হয়েছে কর্মীদের।
ইতোমধ্যে একাধিক প্রতিষ্ঠান ঘোষণা দিয়েছে হুয়াওয়ে ফোন ব্যবহারকারীরা তাদের পণ্যে ১০ থেকে ২০ শতাংশ ছাড় পাবেন। কিছু প্রতিষ্ঠান হুয়াওয়ে ফোন কিনতে কর্মীদের টাকা দিচ্ছে।
এরমধ্যে সেনঝেনের এক জনপ্রিয় কোম্পানি কমদামে হুয়াওয়ে ও জেডটিই ফোন কেনার ব্যবস্থা করে দিয়েছে। হেনান প্রদেশের এক কোম্পানি জানিয়েছে, তাদের কর্মীরা যে দামে হুয়াওয়ে ফোন কিনবেন, তার ৩০ শতাংশ ছাড়ে মদ দেওয়া হবে তাদের।
এছাড়া সরকারি দল থেকেও হুয়াওয়ে ফোন ব্যবহারের জন্য উৎসাহ দেওয়া হচ্ছে। মূলত বেসরকারি প্রতিষ্ঠান হলেও টেলিকম কোম্পানিটি চীনা সরকারের বেশ ঘনিষ্ঠ। ফলে কমিউনিস্ট পার্টি থেকে কোম্পানিগুলোর কর্মীদের হুয়াওয়ে ফোন কিনতে অনুপ্রাণিত করতে বলা হয়েছে।
কিছু কোম্পানি কর্মীদের হুয়াওয়ে ফোন কিনতে অনুপ্রাণিত করলেও কয়েকটি কোম্পানি একধাপ এগিয়ে অ্যাপলের আইফোন ত্যাগ করতে বাধ্য করছে। এমনকি আইফোন ব্যবহার করলে চাকরি থেকে বরখাস্তের হুমকিও দিয়েছে কর্মীদেরকে তারা। আবার শুধু আইফোন নয়, যুক্তরাষ্ট্রের সব ধরনের পণ্যের ওপরও নিষেধাজ্ঞা জারি করেছে কয়েকটি কোম্পানি।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৬ ডিসেম্বর, ২০১৮ ১৩:০৯
কানাডায় হুয়াওয়ের শীর্ষ নির্বাহী মেং ওয়ানঝুকে গ্রেপ্তারের প্রতিবাদে অ্যাপলের আইফোন বর্জন করছে অনেক চীনা নাগরিক। অনেক কোম্পানি তাদের কর্মীদের এই ফোন ব্যবহার না করতে বাধ্যও করছে।
ভারতের এনডিটিভি জানায়, ডিসেম্বরের শুরুতে কানাডায় গ্রেপ্তার হন ওয়ানঝু। এ ঘটনা চীনা নাগরিকদের অনুভূতিতে আঘাতই বলতে গেলে। বিশ্বব্যাপী চীনা বাণিজ্যের জয়রথে হুয়াওয়ে চীনাদের কাছে হয়ে উঠেছে অনেকটাই জাতীয়তাবাদের প্রতীকের মতো।
কিন্তু মার্কিন প্রতিষ্ঠান অ্যাপলের ফোনই কেন বর্জন করছেন তারা। কারণ যুক্তরাষ্ট্রের অনুরোধেই ওয়ানঝুকে গ্রেপ্তারর করে কানাডা। তাকে যুক্তরাষ্ট্রের কাছে তুলে দেওয়ার দাবিও জানিয়েছিল ওয়াশিংটন।
হুয়াওয়ের বিরুদ্ধে ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা ভঙ্গের অভিযোগ আনে যুক্তরাষ্ট্র।
এ ঘটনায় সৃষ্ট উত্তেজনায় চীনা সরকার আটক করেছে কয়েকজন কানাডীয় নাগরিককে। এর বাইরে চীনা বড় বড় অনেক কোম্পানি তাদের কর্মীদের অ্যাপল পণ্য ব্যবহার করতে নিষেধ করে দিয়েছে। নিষেধাজ্ঞা অগ্রাহ্য করলে শাস্তির মুখে পড়তে হবে বলেও জানানো হয়েছে কর্মীদের।
ইতোমধ্যে একাধিক প্রতিষ্ঠান ঘোষণা দিয়েছে হুয়াওয়ে ফোন ব্যবহারকারীরা তাদের পণ্যে ১০ থেকে ২০ শতাংশ ছাড় পাবেন। কিছু প্রতিষ্ঠান হুয়াওয়ে ফোন কিনতে কর্মীদের টাকা দিচ্ছে।
এরমধ্যে সেনঝেনের এক জনপ্রিয় কোম্পানি কমদামে হুয়াওয়ে ও জেডটিই ফোন কেনার ব্যবস্থা করে দিয়েছে। হেনান প্রদেশের এক কোম্পানি জানিয়েছে, তাদের কর্মীরা যে দামে হুয়াওয়ে ফোন কিনবেন, তার ৩০ শতাংশ ছাড়ে মদ দেওয়া হবে তাদের।
এছাড়া সরকারি দল থেকেও হুয়াওয়ে ফোন ব্যবহারের জন্য উৎসাহ দেওয়া হচ্ছে। মূলত বেসরকারি প্রতিষ্ঠান হলেও টেলিকম কোম্পানিটি চীনা সরকারের বেশ ঘনিষ্ঠ। ফলে কমিউনিস্ট পার্টি থেকে কোম্পানিগুলোর কর্মীদের হুয়াওয়ে ফোন কিনতে অনুপ্রাণিত করতে বলা হয়েছে।
কিছু কোম্পানি কর্মীদের হুয়াওয়ে ফোন কিনতে অনুপ্রাণিত করলেও কয়েকটি কোম্পানি একধাপ এগিয়ে অ্যাপলের আইফোন ত্যাগ করতে বাধ্য করছে। এমনকি আইফোন ব্যবহার করলে চাকরি থেকে বরখাস্তের হুমকিও দিয়েছে কর্মীদেরকে তারা। আবার শুধু আইফোন নয়, যুক্তরাষ্ট্রের সব ধরনের পণ্যের ওপরও নিষেধাজ্ঞা জারি করেছে কয়েকটি কোম্পানি।