বিশ্বের সবচেয়ে প্রশংসিত ব্যক্তিত্ব ওবামা দম্পতি
অনলাইন ডেস্ক | ২৮ ডিসেম্বর, ২০১৮ ১৯:১৪
হিলারি ক্লিনটনকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে প্রশংসিত নারী হলেন মিশেল ওবামা। দুইজনেই যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্টলেডি। এতদিন একটানা ১৭ বছর মার্কিন নাগরিকদের কাছে সবচেয়ে প্রশংসিত নারী ছিলেন হিলারি।
বিবিসি জানায়, যুক্তরাষ্ট্রের গ্যালপের করা জরিপে প্রশংসিত সেরা পুরুষ তালিকার প্রথম স্থানে আছেন মিশেলের স্বামী সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। তারপরেই বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নারীর তালিকায় দ্বিতীয়তে আছেন টেলিভিশনে টক শোর তারকা উপস্থাপক অপরাহ উইনফ্রে। সেই হিসেবে প্রথম দুইজনই কৃষ্ণাঙ্গ নারী। উইনফ্রে টানা ১৪ বছর ধরে দ্বিতীয় অবস্থানে ধরে রেখেছেন। এবার হিলারি ক্লিনটন তৃতীয় অবস্থানে আছেন।
জরিপে চতুর্থ স্থানে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্প। এরপরেই ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ। এ নিয়ে পঞ্চাশবারের মতো তিনি শীর্ষ দশে।
ট্রাম্পই একমাত্র প্রেসিডেন্ট যিনি ক্ষমতায় থাকতেও প্রথম অবস্থানে উঠতে পারেননি। তৃতীয় অবস্থানে আছেন আরেক সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিও বুশ। চতুর্থ স্থানে পোপ ফ্রান্সিস এবং তার পরেই বিল গেটস।
প্রসঙ্গত, ১৯৪৬ সাল থেকে প্রতি বছর যুক্তরাষ্ট্রের জরিপকারী সংস্থা গ্যালপ বিশ্বের সবচেয়ে প্রশংসিত নারী ও পুরুষ নির্বাচন করে আসছে। যুক্তরাষ্ট্রে বসবাসকারী মানুষেরা এ জরিপে অংশগ্রহণ করে।
চলতি বছরের ৩ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রের এক হাজারের বেশি প্রাপ্তবয়স্ক নাগরিক এই জরিপে অংশ নেয়। জরিপে তাদের কাছে বিশ্বের যেকোনো স্থানে বাস করা সবচেয়ে প্রশংসিত নারী ও পুরুষের নাম উল্লেখ করতে বলা হয়।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৮ ডিসেম্বর, ২০১৮ ১৯:১৪

হিলারি ক্লিনটনকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে প্রশংসিত নারী হলেন মিশেল ওবামা। দুইজনেই যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্টলেডি। এতদিন একটানা ১৭ বছর মার্কিন নাগরিকদের কাছে সবচেয়ে প্রশংসিত নারী ছিলেন হিলারি।
বিবিসি জানায়, যুক্তরাষ্ট্রের গ্যালপের করা জরিপে প্রশংসিত সেরা পুরুষ তালিকার প্রথম স্থানে আছেন মিশেলের স্বামী সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। তারপরেই বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নারীর তালিকায় দ্বিতীয়তে আছেন টেলিভিশনে টক শোর তারকা উপস্থাপক অপরাহ উইনফ্রে। সেই হিসেবে প্রথম দুইজনই কৃষ্ণাঙ্গ নারী। উইনফ্রে টানা ১৪ বছর ধরে দ্বিতীয় অবস্থানে ধরে রেখেছেন। এবার হিলারি ক্লিনটন তৃতীয় অবস্থানে আছেন।
জরিপে চতুর্থ স্থানে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্প। এরপরেই ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ। এ নিয়ে পঞ্চাশবারের মতো তিনি শীর্ষ দশে।
ট্রাম্পই একমাত্র প্রেসিডেন্ট যিনি ক্ষমতায় থাকতেও প্রথম অবস্থানে উঠতে পারেননি। তৃতীয় অবস্থানে আছেন আরেক সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিও বুশ। চতুর্থ স্থানে পোপ ফ্রান্সিস এবং তার পরেই বিল গেটস।
প্রসঙ্গত, ১৯৪৬ সাল থেকে প্রতি বছর যুক্তরাষ্ট্রের জরিপকারী সংস্থা গ্যালপ বিশ্বের সবচেয়ে প্রশংসিত নারী ও পুরুষ নির্বাচন করে আসছে। যুক্তরাষ্ট্রে বসবাসকারী মানুষেরা এ জরিপে অংশগ্রহণ করে।
চলতি বছরের ৩ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রের এক হাজারের বেশি প্রাপ্তবয়স্ক নাগরিক এই জরিপে অংশ নেয়। জরিপে তাদের কাছে বিশ্বের যেকোনো স্থানে বাস করা সবচেয়ে প্রশংসিত নারী ও পুরুষের নাম উল্লেখ করতে বলা হয়।