৫০ হাজার বছর আগে বিলুপ্ত মানব প্রজাতির সন্ধান
অনলাইন ডেস্ক | ১১ এপ্রিল, ২০১৯ ১০:৪৭
৫০ হাজার বছরের আগে বিলুপ্ত মানব প্রজাতির দাঁত।
ফিলিপাইনসের ক্যালাও গুহায় আবিষ্কৃত হাড় ও দাঁতকে মানুষের কাছাকাছি বিলুপ্ত কোনো প্রাণীর বলছেন গবেষকেরা। সেখানে পাওয়া যায় একটি শিশু ও এক প্রাপ্তবয়স্ক প্রাণীর ফসিল, ৫০ হাজার থেকে ৬৭ হাজার বছর আগে পৃথিবীতে যাদের বসবাস ছিল।
বুধবার এক প্রতিবেদনে সিএনএন জানায়, ২০০৭ সালে পায়ের একটি হাড় পাওয়া যায় গুহাটিতে। ৬৭ হাজার বছর আগে যার বসবাস ছিল। এরপর ২০১১ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত অনুসন্ধানে গবেষকেরা গুহাটির একই অংশ থেকে আরও ১২টি নিদর্শন আবিষ্কার করেন। যাতে ছিল মাথার খুলি, পায়ের হাড়, কোমরের হাড়, দাঁত।
গবেষকেরা নতুন এ প্রাণীর নাম দিয়েছে হোমো লুজোনেন্সিস। গুহাটি লুজোন দ্বীপে অবস্থিত হওয়ায় প্রাণীটির এমন দিয়েছেন তারা।
এর আগেও দেশটির পালাওয়ান দ্বীপে মানুষের পূর্বের আরেক প্রাণীর আবিষ্কৃত হয়। হোমো স্যাপিয়েন্সের এ বিলুপ্ত উপপ্রজাতি ৩০ হাজার থেকে ৪০ হাজার বছর আগে পৃথিবীতে বাস করতো।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১১ এপ্রিল, ২০১৯ ১০:৪৭

ফিলিপাইনসের ক্যালাও গুহায় আবিষ্কৃত হাড় ও দাঁতকে মানুষের কাছাকাছি বিলুপ্ত কোনো প্রাণীর বলছেন গবেষকেরা। সেখানে পাওয়া যায় একটি শিশু ও এক প্রাপ্তবয়স্ক প্রাণীর ফসিল, ৫০ হাজার থেকে ৬৭ হাজার বছর আগে পৃথিবীতে যাদের বসবাস ছিল।
বুধবার এক প্রতিবেদনে সিএনএন জানায়, ২০০৭ সালে পায়ের একটি হাড় পাওয়া যায় গুহাটিতে। ৬৭ হাজার বছর আগে যার বসবাস ছিল। এরপর ২০১১ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত অনুসন্ধানে গবেষকেরা গুহাটির একই অংশ থেকে আরও ১২টি নিদর্শন আবিষ্কার করেন। যাতে ছিল মাথার খুলি, পায়ের হাড়, কোমরের হাড়, দাঁত।
গবেষকেরা নতুন এ প্রাণীর নাম দিয়েছে হোমো লুজোনেন্সিস। গুহাটি লুজোন দ্বীপে অবস্থিত হওয়ায় প্রাণীটির এমন দিয়েছেন তারা।

এর আগেও দেশটির পালাওয়ান দ্বীপে মানুষের পূর্বের আরেক প্রাণীর আবিষ্কৃত হয়। হোমো স্যাপিয়েন্সের এ বিলুপ্ত উপপ্রজাতি ৩০ হাজার থেকে ৪০ হাজার বছর আগে পৃথিবীতে বাস করতো।