স্কার্ট পরে, মেক-আপ করে অফিসে আসুন, ‘উপহার’ পাবেন
অনলাইন ডেস্ক | ১ জুন, ২০১৯ ২১:১৪
নারী কর্মীদের জন্য এক অভিনব অফারের আয়োজন করেছে রাশিয়ার এক কোম্পানি। অফিসে তারা যদি স্কার্ট ও মেক-আপ করে আসেন তবে তাদের ১.৫০ ডলার বোনাস দেওয়া হবে।
এর উদ্দেশ্য সারা মাস ধরে ফেমিনিনিটি ম্যারাথন উদযাপন করা যাতে অফিসের পরিবেশ আরও উজ্জ্বল হয়।
যদিও, এই সিদ্ধান্তর কথা জানাজানি হতেই সোশ্যাল মিডিয়ায় তা তীব্র সমালোচিত হয়। কোম্পানির যোগাযোগ বিভাগের কর্মী অ্যানাস্তেশিয়া কিরিলিকোভা মনে করেন, এতে অফিসের ৭০ শতাংশ পুরুষের দলে নারীরা আলাদা করে গুরুত্ব পাবেন।
তিনি বলেছেন, ‘এই উদ্যোগে আমাদের নারী কর্মীরা তাদের ফেমিনিটি আরও বেশি করে উপভোগ করতে পারবেন।’
যদিও নারীদের নিয়ে কাজ করা সমাজকর্মীরা একে মধ্যযুগীয় ধ্যান ধারণা বলে ব্যাখ্যা করেছেন। কোম্পানির সিইও-কে ডাইনোসর বলে আক্রমণ করেছেন। এই সিদ্ধান্ত ২০১৯-এ কোনও ভাবেই গ্রহণযোগ্য না বলে মনে করেন তিনি।
এই গোটা জুন মাস ধরে নারীদের এই অফার দেওয়া হয়েছে। স্কার্ট ও মেক-আপ করে সোশ্যাল মিডিয়ায় ছবি পাঠাতে বলা হয়েছে।
সূত্র: রয়টার্স
শেয়ার করুন
অনলাইন ডেস্ক | ১ জুন, ২০১৯ ২১:১৪

নারী কর্মীদের জন্য এক অভিনব অফারের আয়োজন করেছে রাশিয়ার এক কোম্পানি। অফিসে তারা যদি স্কার্ট ও মেক-আপ করে আসেন তবে তাদের ১.৫০ ডলার বোনাস দেওয়া হবে।
এর উদ্দেশ্য সারা মাস ধরে ফেমিনিনিটি ম্যারাথন উদযাপন করা যাতে অফিসের পরিবেশ আরও উজ্জ্বল হয়।
যদিও, এই সিদ্ধান্তর কথা জানাজানি হতেই সোশ্যাল মিডিয়ায় তা তীব্র সমালোচিত হয়। কোম্পানির যোগাযোগ বিভাগের কর্মী অ্যানাস্তেশিয়া কিরিলিকোভা মনে করেন, এতে অফিসের ৭০ শতাংশ পুরুষের দলে নারীরা আলাদা করে গুরুত্ব পাবেন।
তিনি বলেছেন, ‘এই উদ্যোগে আমাদের নারী কর্মীরা তাদের ফেমিনিটি আরও বেশি করে উপভোগ করতে পারবেন।’
যদিও নারীদের নিয়ে কাজ করা সমাজকর্মীরা একে মধ্যযুগীয় ধ্যান ধারণা বলে ব্যাখ্যা করেছেন। কোম্পানির সিইও-কে ডাইনোসর বলে আক্রমণ করেছেন। এই সিদ্ধান্ত ২০১৯-এ কোনও ভাবেই গ্রহণযোগ্য না বলে মনে করেন তিনি।
এই গোটা জুন মাস ধরে নারীদের এই অফার দেওয়া হয়েছে। স্কার্ট ও মেক-আপ করে সোশ্যাল মিডিয়ায় ছবি পাঠাতে বলা হয়েছে।
সূত্র: রয়টার্স