মৃত্যুর আগে ওয়াল্ট ডিজনির শেষ নোট নিয়ে রহস্য কাটেনি আজও
অনলাইন ডেস্ক | ২ জুন, ২০১৯ ২২:৩৮
বিনোদন দুনিয়াকে পাল্টে দিয়েছিলেন ওয়াল্ট ডিজনি। মিকি মাউসের এই সৃষ্টা দশকের পর দশক জুড়ে শিশুদের বিনোদনের খোরাক জুগিয়ে গেছেন, এমনকি প্রাপ্তবয়স্কদেরও। ১৯৬৬ সালে ফুসফুস ক্যানসারে মারা যান এ কিংবদন্তি।
মারা যাওয়ার আগে তিনি রেখে যান একটি বার্তা। কি ছিল সেটিতে তা নিয়ে সৃষ্টি হয় রহস্য, যার কুলকিনারা হয়নি এখনো। কারণ তার সেই বার্তার মর্মোদ্ধার করা যায়নি এখনো।
রিডার ডাইজেস্টের এক প্রতিবেদনে জানা যায়, হাসপাতালে মৃত্যুর আগে ডিজনি লিখেন, টিভি প্রজেক্ট ইন প্রোডাকশন: রেডি ফর প্রোডাকশন অর পোসিবল ফর এসক্যালেশন অ্যান্ড স্টোরি। এই বার্তার সঙ্গে তিনি যুক্ত করেন চারটি নাম- রন মিলার, ডাউন সেলার, কুর্ট রাসেল এবং সিআইএ-মোবলি।
কিন্তু এই টাইটেল এবং চারটি নাম দিয়ে তিনি কী বোঝাতে চেয়েছেন এখনো রহস্য হয়ে আছে।
ডিজনি ওয়ার্ল্ডের প্রাক্তন একজন আর্কাভিস্ট ড্যাব স্মিথ উদ্ধার করেন ডিজনির এই নোট। ধারনা করা হয়, ভবিষ্যত প্রজেক্টের পরিকল্পনা লিখে রেখে যান ডিজনি। যেখানে অভিনেতা রাসেলকে তিনি নিতে চেয়েছেন। এর মধ্যে দিয়ে সেই সময়েই রাসেলের উজ্জ্বল ক্যারিয়ার নিয়ে ইঙ্গিত দিয়ে যান।
শেয়ার করুন
অনলাইন ডেস্ক | ২ জুন, ২০১৯ ২২:৩৮

বিনোদন দুনিয়াকে পাল্টে দিয়েছিলেন ওয়াল্ট ডিজনি। মিকি মাউসের এই সৃষ্টা দশকের পর দশক জুড়ে শিশুদের বিনোদনের খোরাক জুগিয়ে গেছেন, এমনকি প্রাপ্তবয়স্কদেরও। ১৯৬৬ সালে ফুসফুস ক্যানসারে মারা যান এ কিংবদন্তি।
মারা যাওয়ার আগে তিনি রেখে যান একটি বার্তা। কি ছিল সেটিতে তা নিয়ে সৃষ্টি হয় রহস্য, যার কুলকিনারা হয়নি এখনো। কারণ তার সেই বার্তার মর্মোদ্ধার করা যায়নি এখনো।
রিডার ডাইজেস্টের এক প্রতিবেদনে জানা যায়, হাসপাতালে মৃত্যুর আগে ডিজনি লিখেন, টিভি প্রজেক্ট ইন প্রোডাকশন: রেডি ফর প্রোডাকশন অর পোসিবল ফর এসক্যালেশন অ্যান্ড স্টোরি। এই বার্তার সঙ্গে তিনি যুক্ত করেন চারটি নাম- রন মিলার, ডাউন সেলার, কুর্ট রাসেল এবং সিআইএ-মোবলি।
কিন্তু এই টাইটেল এবং চারটি নাম দিয়ে তিনি কী বোঝাতে চেয়েছেন এখনো রহস্য হয়ে আছে।
ডিজনি ওয়ার্ল্ডের প্রাক্তন একজন আর্কাভিস্ট ড্যাব স্মিথ উদ্ধার করেন ডিজনির এই নোট। ধারনা করা হয়, ভবিষ্যত প্রজেক্টের পরিকল্পনা লিখে রেখে যান ডিজনি। যেখানে অভিনেতা রাসেলকে তিনি নিতে চেয়েছেন। এর মধ্যে দিয়ে সেই সময়েই রাসেলের উজ্জ্বল ক্যারিয়ার নিয়ে ইঙ্গিত দিয়ে যান।