ধরা পড়ল দু’মুখো মাছ (ভিডিও)
অনলাইন ডেস্ক | ২৪ আগস্ট, ২০১৯ ২০:৪৫
দু’মুখো সাপের কথা শুনেছেন কিন্তু দু’মুখো মাছের কথা শুনেননি। আপনি না শুনলেও দু’মুখো মাছের অস্তিত্ব খুঁজে পাওয়া গেল। সম্প্রতি যুক্তরাষ্ট্রের একটি লেকে পাওয়া যায় এই দু’মুখো মাছটি।
সংবাদমাধ্যম ফক্স ও এনডিটিভি জানিয়েছে, নিউইয়র্কের একটি লেকে ধরা পড়েছে মাছটি। অদ্ভুত চেহারার মাছের ছবিটি দেখে অনেকেই অবাক। ইতিমধ্যেই দু’মুখো মাছের ছবিটি ভাইরাল হয়ে পড়েছে নেট দুনিয়ায়।
জানা যায়, ডেবি গেডেস নামের এক নারী তার স্বামীর সঙ্গে নিউইয়র্কের চ্যাম্পলেন লেকে মাছ শিকার করছিলেন। এমন সময় তারা দু’মুখো মাছটি ধরেন। মাছটি দেখে অবাক বনে যান। পরে মাছটির ছবি তুলে আবার লেকে ছেড়ে দেন।
ডেবি গেডেস এনবিসি টিভিকে বলেন, ‘আমরা যখন নৌকায় তুললাম, তখন মাছটাকে দেখে বিশ্বাস করতে পারছিলাম না!’
এদিকে মাছের ছবিটি ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়লে সবাই মাছটি দেখে অবাক হন। অবশ্য ওই মাছের ছবিতে একজন জীব বিজ্ঞানী লিখেছেন, ‘জীববিজ্ঞানী হিসেবে বলছি, আমি মনে করি এটি একটি বিকৃতি। ভ্রূণগতভাবে কিছু সমস্যা হয়েছে।’
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৪ আগস্ট, ২০১৯ ২০:৪৫

দু’মুখো সাপের কথা শুনেছেন কিন্তু দু’মুখো মাছের কথা শুনেননি। আপনি না শুনলেও দু’মুখো মাছের অস্তিত্ব খুঁজে পাওয়া গেল। সম্প্রতি যুক্তরাষ্ট্রের একটি লেকে পাওয়া যায় এই দু’মুখো মাছটি।
সংবাদমাধ্যম ফক্স ও এনডিটিভি জানিয়েছে, নিউইয়র্কের একটি লেকে ধরা পড়েছে মাছটি। অদ্ভুত চেহারার মাছের ছবিটি দেখে অনেকেই অবাক। ইতিমধ্যেই দু’মুখো মাছের ছবিটি ভাইরাল হয়ে পড়েছে নেট দুনিয়ায়।
জানা যায়, ডেবি গেডেস নামের এক নারী তার স্বামীর সঙ্গে নিউইয়র্কের চ্যাম্পলেন লেকে মাছ শিকার করছিলেন। এমন সময় তারা দু’মুখো মাছটি ধরেন। মাছটি দেখে অবাক বনে যান। পরে মাছটির ছবি তুলে আবার লেকে ছেড়ে দেন।
ডেবি গেডেস এনবিসি টিভিকে বলেন, ‘আমরা যখন নৌকায় তুললাম, তখন মাছটাকে দেখে বিশ্বাস করতে পারছিলাম না!’
এদিকে মাছের ছবিটি ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়লে সবাই মাছটি দেখে অবাক হন। অবশ্য ওই মাছের ছবিতে একজন জীব বিজ্ঞানী লিখেছেন, ‘জীববিজ্ঞানী হিসেবে বলছি, আমি মনে করি এটি একটি বিকৃতি। ভ্রূণগতভাবে কিছু সমস্যা হয়েছে।’