১৭ হাজার বছর আগে আঁকা ক্যাঙারুর ছবি আবিষ্কার
অনলাইন ডেস্ক | ২৩ ফেব্রুয়ারি, ২০২১ ১৬:০৬
অস্ট্রেলিয়ায় ১৭ হাজার ৩০০ বছর আগে পাথরে আঁকা একটি ক্যাঙারুর ছবি আবিষ্কার করেছে বিজ্ঞানীরা। দেশটিতে পাথরে আঁকা সবচেয়ে পুরোনো ছবি মনে করা হচ্ছে এটিকে।
বিবিসি জানায়, গবেষণা নিয়ে একটি নিবন্ধ মঙ্গলবার নেচার হিউম্যান বিহেইভিয়ার জার্নালে প্রকাশিত হয়।
পশ্চিম অস্ট্রেলিয়ার কিম্বারলি অঞ্চলে ক্যাঙারুর এ ছবি পাওয়া যায়। এই অঞ্চল আদিবাসী পাথরচিত্রের জন্য বেশি পরিচিত।
পাথরের ভেতরে আশ্রয় নেওয়ার একটি জায়গায় দুই মিটার দৈর্ঘ্যের ছবিটি আঁকা হয়।
রেডিওকার্বন ডেটিং পদ্ধতিতে এ ছবির বয়স নির্ধারণ করা হয়। মেলবোর্ন ইউনিভার্সিটির গবেষক ডেমিয়েন ফিঞ্চ বলেন, ‘এ চিত্রকর্মের বয়স ১৭ হাজার ১০০ থেকে ১৭ হাজার ৫০০ বছরের মধ্যে হতে পারে, সম্ভবত ১৭ হাজার ৩০০ বছরই হবে।’
নিবন্ধটির সহ-লেখক ও ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার অধ্যাপক ড. এসভেন উজমেনের মতে, অন্যান্য অঞ্চলে প্রাচীন চিত্রকর্মের সঙ্গে এ ক্যাঙারুর চিত্রকর্মের কোনো সম্পর্ক থাকতে পারে।
সম্প্রতি ইন্দোনেশিয়ায় সুলাওয়েসি দ্বীপের প্রত্যন্ত এলাকায় লেয়াং তেদংঞ্জ গুহায় পৃথিবীর সবচেয়ে প্রাচীন গুহাচিত্র আবিষ্কার করেন প্রত্নতত্ত্ববিদরা।
বিশাল গুহার ভেতরে দেয়ালে আঁকা একটি শুয়োরের ছবিকে প্রত্নতত্ত্ববিদরা সবচেয়ে প্রাচীন গুহাচিত্র বলছেন। তাদের দাবি, এ গুহাচিত্রের বয়স সাড়ে ৪৫ হাজার বছর।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৩ ফেব্রুয়ারি, ২০২১ ১৬:০৬

অস্ট্রেলিয়ায় ১৭ হাজার ৩০০ বছর আগে পাথরে আঁকা একটি ক্যাঙারুর ছবি আবিষ্কার করেছে বিজ্ঞানীরা। দেশটিতে পাথরে আঁকা সবচেয়ে পুরোনো ছবি মনে করা হচ্ছে এটিকে।
বিবিসি জানায়, গবেষণা নিয়ে একটি নিবন্ধ মঙ্গলবার নেচার হিউম্যান বিহেইভিয়ার জার্নালে প্রকাশিত হয়।
পশ্চিম অস্ট্রেলিয়ার কিম্বারলি অঞ্চলে ক্যাঙারুর এ ছবি পাওয়া যায়। এই অঞ্চল আদিবাসী পাথরচিত্রের জন্য বেশি পরিচিত।
পাথরের ভেতরে আশ্রয় নেওয়ার একটি জায়গায় দুই মিটার দৈর্ঘ্যের ছবিটি আঁকা হয়।
রেডিওকার্বন ডেটিং পদ্ধতিতে এ ছবির বয়স নির্ধারণ করা হয়। মেলবোর্ন ইউনিভার্সিটির গবেষক ডেমিয়েন ফিঞ্চ বলেন, ‘এ চিত্রকর্মের বয়স ১৭ হাজার ১০০ থেকে ১৭ হাজার ৫০০ বছরের মধ্যে হতে পারে, সম্ভবত ১৭ হাজার ৩০০ বছরই হবে।’
নিবন্ধটির সহ-লেখক ও ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার অধ্যাপক ড. এসভেন উজমেনের মতে, অন্যান্য অঞ্চলে প্রাচীন চিত্রকর্মের সঙ্গে এ ক্যাঙারুর চিত্রকর্মের কোনো সম্পর্ক থাকতে পারে।
সম্প্রতি ইন্দোনেশিয়ায় সুলাওয়েসি দ্বীপের প্রত্যন্ত এলাকায় লেয়াং তেদংঞ্জ গুহায় পৃথিবীর সবচেয়ে প্রাচীন গুহাচিত্র আবিষ্কার করেন প্রত্নতত্ত্ববিদরা।
বিশাল গুহার ভেতরে দেয়ালে আঁকা একটি শুয়োরের ছবিকে প্রত্নতত্ত্ববিদরা সবচেয়ে প্রাচীন গুহাচিত্র বলছেন। তাদের দাবি, এ গুহাচিত্রের বয়স সাড়ে ৪৫ হাজার বছর।