ঈশ্বরদীতে জোড়া মাথার শিশুর জন্ম
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি | ৫ ডিসেম্বর, ২০২১ ১৮:৩৪
পাবনার ঈশ্বরদীর একটি বেসরকারি হাসপাতালে অস্বাভাবিক অবস্থায় একদেহে জোড়া মাথাওয়ালা শিশুর জন্ম হয়েছে। প্রসব হওয়া শিশুটির একদেহে দুই মাথা, চার হাত এবং তিন হাত ছিল। তবে শিশুটি নির্দিষ্ট সময়ের আগেই পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ায় ১০ মিনিটের মধ্যেই শিশুটির মৃত্যু হয়।
গত শনিবার বেলা ১১টার দিকে ঈশ্বরদী শহরের হাসপাতাল সড়কে অবস্থিত বেসরকারি আলো জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে।
নাটোর জেলার লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামের রবি হোসেনের স্ত্রী আছিয়া বেগমের প্রসবের নির্ধারিত তারিখের ৫০ দিন পূর্বেই শিশুটির জন্ম হয়৷
বিষয়টি নিশ্চিত করেছেন আলো জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মাসুমা আনজুম ডানা। এটি ছিল রবি হোসেনের ও আছিয়া বেগমের তৃতীয় সন্তান।
সন্তানটিকে সফলভাবে প্রসব করানো সম্ভব হওয়ায় গৃহবধূ আছিয়া বেগমকে বাঁচানো সম্ভব হয়েছে বলে জানান আলো জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার শফিকুল ইসলাম শামীম।
ঘটনাটি পুরো ঈশ্বরদী ও লালপুর জড়েই চাঞ্চল্যর সৃষ্টি করেছে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি | ৫ ডিসেম্বর, ২০২১ ১৮:৩৪

পাবনার ঈশ্বরদীর একটি বেসরকারি হাসপাতালে অস্বাভাবিক অবস্থায় একদেহে জোড়া মাথাওয়ালা শিশুর জন্ম হয়েছে। প্রসব হওয়া শিশুটির একদেহে দুই মাথা, চার হাত এবং তিন হাত ছিল। তবে শিশুটি নির্দিষ্ট সময়ের আগেই পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ায় ১০ মিনিটের মধ্যেই শিশুটির মৃত্যু হয়।
গত শনিবার বেলা ১১টার দিকে ঈশ্বরদী শহরের হাসপাতাল সড়কে অবস্থিত বেসরকারি আলো জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে।
নাটোর জেলার লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামের রবি হোসেনের স্ত্রী আছিয়া বেগমের প্রসবের নির্ধারিত তারিখের ৫০ দিন পূর্বেই শিশুটির জন্ম হয়৷
বিষয়টি নিশ্চিত করেছেন আলো জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মাসুমা আনজুম ডানা। এটি ছিল রবি হোসেনের ও আছিয়া বেগমের তৃতীয় সন্তান।
সন্তানটিকে সফলভাবে প্রসব করানো সম্ভব হওয়ায় গৃহবধূ আছিয়া বেগমকে বাঁচানো সম্ভব হয়েছে বলে জানান আলো জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার শফিকুল ইসলাম শামীম।
ঘটনাটি পুরো ঈশ্বরদী ও লালপুর জড়েই চাঞ্চল্যর সৃষ্টি করেছে।