৪ কেজির বাক্সে ছাপলেন ছেলের বিয়ের কার্ড, ভেতর ভর্তি বাদাম-চকলেটে
অনলাইন ডেস্ক | ৬ ডিসেম্বর, ২০২১ ১১:৫১
ছেলের বিয়ে বলে কথা। কমতি আয়োজনে কমতি রাখেননি কোনোকিছু্। সন্তানের বিয়ে যেন অতিথিদের স্মৃতিতে থাকে- এই প্রবল বাসনা থেকেই আমন্ত্রণপত্র বানালেন ভিন্নভাবে। আমন্ত্রণপত্রটি দেখলে যে কারোরই চক্ষু চ়ড়কগাছ হবে।
পরিজন, বন্ধুবান্ধবদের বাড়িতে ছেলের বিয়ের নিমন্ত্রণপত্র চার কেজি ২৮০ গ্রাম ওজনের একটা বাক্সে পাঠালেন ভারতের গুজরাতি ব্যবসায়ী মওলেশভাই উকানি।
গত ১৪ নভেম্বর তার ছেলে জয় উকানির সঙ্গে সোনালবেন উকানির বিয়ে ছিল। বিয়ে মিটে গেলেও আজও নিমন্ত্রিত অতিথিদের আলোচনার বিষয়বস্তু ওই গোলাপী বাক্সে ভরা নিমন্ত্রণপত্র।
বাক্সটি খুললেই দেখা যাবে ওটার মধ্যে আরও চারটি ছোট ছোট বাক্স। তাতে রয়েছে কাজুবাদাম, কাঠবাদাম, কিশমিশ আর চকলেট। আর সঙ্গে রয়েছে সাত পাতার বিয়ের কার্ড। আর ওই একটি বাক্সের দাম সাত হাজার টাকা।
শুধু বিয়ের কার্ডই নয়, বিবাহ অনুষ্ঠান হয়েছে উমায়েদ ভবন প্যালেসে। যেটা ভারতের সবচেয়ে ব্যয়বহুল হোটেলগুলোর একটি। ওই হোটেলে প্রতি রাতের জন্য খরচ হয় ২-৩ লাখ টাকা। যেখানে খাবারের প্লেটপ্রতি খরচ ১৮ হাজার টাকা।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ৬ ডিসেম্বর, ২০২১ ১১:৫১
ছেলের বিয়ে বলে কথা। কমতি আয়োজনে কমতি রাখেননি কোনোকিছু্। সন্তানের বিয়ে যেন অতিথিদের স্মৃতিতে থাকে- এই প্রবল বাসনা থেকেই আমন্ত্রণপত্র বানালেন ভিন্নভাবে। আমন্ত্রণপত্রটি দেখলে যে কারোরই চক্ষু চ়ড়কগাছ হবে।
পরিজন, বন্ধুবান্ধবদের বাড়িতে ছেলের বিয়ের নিমন্ত্রণপত্র চার কেজি ২৮০ গ্রাম ওজনের একটা বাক্সে পাঠালেন ভারতের গুজরাতি ব্যবসায়ী মওলেশভাই উকানি।
গত ১৪ নভেম্বর তার ছেলে জয় উকানির সঙ্গে সোনালবেন উকানির বিয়ে ছিল। বিয়ে মিটে গেলেও আজও নিমন্ত্রিত অতিথিদের আলোচনার বিষয়বস্তু ওই গোলাপী বাক্সে ভরা নিমন্ত্রণপত্র।
বাক্সটি খুললেই দেখা যাবে ওটার মধ্যে আরও চারটি ছোট ছোট বাক্স। তাতে রয়েছে কাজুবাদাম, কাঠবাদাম, কিশমিশ আর চকলেট। আর সঙ্গে রয়েছে সাত পাতার বিয়ের কার্ড। আর ওই একটি বাক্সের দাম সাত হাজার টাকা।
শুধু বিয়ের কার্ডই নয়, বিবাহ অনুষ্ঠান হয়েছে উমায়েদ ভবন প্যালেসে। যেটা ভারতের সবচেয়ে ব্যয়বহুল হোটেলগুলোর একটি। ওই হোটেলে প্রতি রাতের জন্য খরচ হয় ২-৩ লাখ টাকা। যেখানে খাবারের প্লেটপ্রতি খরচ ১৮ হাজার টাকা।