নবজাতককে ডাস্টবিনে ছুড়ে ফেললেন মা! (ভিডিও)
অনলাইন ডেস্ক | ১১ জানুয়ারি, ২০২২ ১০:০৯
রাস্তার পাশে পাশাপাশি তিনটি ডাস্টবিন রাখা। পাশের একটির ঢাকনা খোলা। আচমকা একটি গাড়ি এসে থামল সেখানে। ভেতর থেকে এক তরুণী নামেন। এরপর গাড়ির পেছনের দরজা খুলে কাপড়ে মোড়ানো এক নবজাতককে বের করে ডাস্টবিনে ছুড়ে ফেলে দ্রুতগতিতে সেখান থেকে সটকে পড়েন।
সোমবার রাতে এমনই এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তুরস্কের টেলিভিশন চ্যানেল এ নিউজ।
ভিডিওতে আরও দেখা যায়, পরবর্তীতে তিন ব্যক্তি এসে সেই নবজাতককে উদ্ধার করে নিয়ে যান।
এ নিউজ পোস্ট করা ভিডিওর ক্যাপশনে জানান, ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের নিউম্যাক্সিকোতে। ১৮ বছর বয়সী এই মা তার সন্তানকে ফেলে দেয়ার প্রায় ছয় ঘণ্টা পর তিন ব্যক্তি এসে ডাস্টবিন থেকে নবজাতককে উদ্ধার করেন। অলৌকিকভাবে শিশুটি তখনো জীবিত ছিল। বর্তমানে নবজাতকের অবস্থা স্থিতিশীল এবং হাসপাতালে নেয়া হয়েছে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১১ জানুয়ারি, ২০২২ ১০:০৯

রাস্তার পাশে পাশাপাশি তিনটি ডাস্টবিন রাখা। পাশের একটির ঢাকনা খোলা। আচমকা একটি গাড়ি এসে থামল সেখানে। ভেতর থেকে এক তরুণী নামেন। এরপর গাড়ির পেছনের দরজা খুলে কাপড়ে মোড়ানো এক নবজাতককে বের করে ডাস্টবিনে ছুড়ে ফেলে দ্রুতগতিতে সেখান থেকে সটকে পড়েন।
সোমবার রাতে এমনই এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তুরস্কের টেলিভিশন চ্যানেল এ নিউজ।
ভিডিওতে আরও দেখা যায়, পরবর্তীতে তিন ব্যক্তি এসে সেই নবজাতককে উদ্ধার করে নিয়ে যান।
এ নিউজ পোস্ট করা ভিডিওর ক্যাপশনে জানান, ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের নিউম্যাক্সিকোতে। ১৮ বছর বয়সী এই মা তার সন্তানকে ফেলে দেয়ার প্রায় ছয় ঘণ্টা পর তিন ব্যক্তি এসে ডাস্টবিন থেকে নবজাতককে উদ্ধার করেন। অলৌকিকভাবে শিশুটি তখনো জীবিত ছিল। বর্তমানে নবজাতকের অবস্থা স্থিতিশীল এবং হাসপাতালে নেয়া হয়েছে।
শেয়ার করুন