পুলিশ মায়ের কুচকাওয়াজে পা মিলিয়ে ভাইরাল (ভিডিও)
অনলাইন ডেস্ক | ১৪ জানুয়ারি, ২০২২ ১৪:৪৭
ভিডিও থেকে নেওয়া ছবি
শিশুরা অনুকরণ প্রবণ, এ কথা কে না জানে! বিশেষ করে মা-বাবার সবকিছু তারা খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। এর মধ্যে দ্রুত অনেক কিছু অনুকরণ করেও বসে।
অনলাইনে ভাইরাল হওয়া এক ভিডিওতে তেমন অনুকরণ দেখে কেউ বা আবেগ আপ্লুত, কেউ বা ঢলে পড়লেন হাসিতে।
যেখানে দেখা যাচ্ছে, পুলিশ কর্মকর্তা মা তার বাহিনীর সঙ্গে প্রশিক্ষণের অংশ নিচ্ছেন। কুচকাওয়াজের ছন্দে আগ-পিছ করছেন বাহিনীর সদস্যরা। মাঠের এক পাশে থাকা শিশুটি দ্রুত দৌড়ে আসে। দলটির পাশে সেও কমান্ড অনুসারে আগ-পিছ করতে থাকে।
মিনিট খানেকের ভিডিওটি ফেইসবুকে পোস্ট করেছেন ঢাকা মহানগরী দক্ষিণের পিবিআই-এর এসপি রহমান শেলী, যিনি লেখক হিসেবেও বেশ পরিচিত।
ক্যাপশনে শেলী লেখেন, “মা এসেছেন প্রশিক্ষণে। আমি মাকে দেখতে এসেছি। মায়ের সঙ্গে এট্টুখানি আমিও প্রশিক্ষণে অংশগ্রহণ করি। মা অনেক কঠিন প্রশিক্ষণ গ্রহণ করছেন। মা দেশ ও দশের কল্যাণের জন্য তৈরি হচ্ছেন। আই লাভ মা। আই লাভ বাংলাদেশ পুলিশ।”
অবশ্য ভিডিওটি কোথায় বা কখন ধারণ করা হয়েছে— এর কিছুই উল্লেখ করেনি এ পুলিশ কর্মকর্তা। তা নিয়ে কারো প্রশ্নও নেই। সবার মনোযোগ এ শিশুর দিকে। অনেকেই তার প্রতি ভালোবাসা জানিয়েছেন মন্তব্যের ঘরে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১৪ জানুয়ারি, ২০২২ ১৪:৪৭

শিশুরা অনুকরণ প্রবণ, এ কথা কে না জানে! বিশেষ করে মা-বাবার সবকিছু তারা খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। এর মধ্যে দ্রুত অনেক কিছু অনুকরণ করেও বসে।
অনলাইনে ভাইরাল হওয়া এক ভিডিওতে তেমন অনুকরণ দেখে কেউ বা আবেগ আপ্লুত, কেউ বা ঢলে পড়লেন হাসিতে।
যেখানে দেখা যাচ্ছে, পুলিশ কর্মকর্তা মা তার বাহিনীর সঙ্গে প্রশিক্ষণের অংশ নিচ্ছেন। কুচকাওয়াজের ছন্দে আগ-পিছ করছেন বাহিনীর সদস্যরা। মাঠের এক পাশে থাকা শিশুটি দ্রুত দৌড়ে আসে। দলটির পাশে সেও কমান্ড অনুসারে আগ-পিছ করতে থাকে।
মিনিট খানেকের ভিডিওটি ফেইসবুকে পোস্ট করেছেন ঢাকা মহানগরী দক্ষিণের পিবিআই-এর এসপি রহমান শেলী, যিনি লেখক হিসেবেও বেশ পরিচিত।
ক্যাপশনে শেলী লেখেন, “মা এসেছেন প্রশিক্ষণে। আমি মাকে দেখতে এসেছি। মায়ের সঙ্গে এট্টুখানি আমিও প্রশিক্ষণে অংশগ্রহণ করি। মা অনেক কঠিন প্রশিক্ষণ গ্রহণ করছেন। মা দেশ ও দশের কল্যাণের জন্য তৈরি হচ্ছেন। আই লাভ মা। আই লাভ বাংলাদেশ পুলিশ।”
অবশ্য ভিডিওটি কোথায় বা কখন ধারণ করা হয়েছে— এর কিছুই উল্লেখ করেনি এ পুলিশ কর্মকর্তা। তা নিয়ে কারো প্রশ্নও নেই। সবার মনোযোগ এ শিশুর দিকে। অনেকেই তার প্রতি ভালোবাসা জানিয়েছেন মন্তব্যের ঘরে।