সরকারের সমালোচনা করায় ক্ষুব্ধ নারী বাসযাত্রীর ভিডিও ভাইরাল
অনলাইন ডেস্ক | ২২ জানুয়ারি, ২০২২ ১৫:২৮
ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের সমালোচনা করায় অন্যযাত্রীদের ওপর এক নারী বাসযাত্রীর ক্ষুব্ধ প্রতিক্রিয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
সমালোচকদের হাত-পা ভেঙে দেওয়া এবং পুলিশে দেওয়ার হুমকি দিতেও শোনা যায় ক্ষুব্ধ ওই নারীকে।
রাত্রিকালীন বাসযাত্রার ভিডিওটি কোন দিন ধারণ করা হয়েছে সে বিষয়ে সুনির্দিষ্টভাবে জানা যায়নি।
ভিডিওতে ওই নারীর বক্তব্য অনুযায়ী, বাসটি আল-আরাফাহ এক্সপ্রেস লিমিটেডের। বাসটি ঢাকা ও লক্ষ্মীপুরের রামগঞ্জ রুটে চলাচল করে।
ওই যাত্রীকে বলতে শোনা যায়, ‘সবগুলারে গ্রেপ্তার করাবো; কত বড় সাহস সরকারের বদনাম বাসে বসে বসে।’
‘এই তোরে একবারে শেষ করে ফেলবো! সরকারের বদনাম করস! বাসে বসে সরকারের বদনাম করার সাহস হয় কী করে!’ হুমকি দিয়ে বলছিলেন ওই নারী যাত্রী।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২২ জানুয়ারি, ২০২২ ১৫:২৮
ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের সমালোচনা করায় অন্যযাত্রীদের ওপর এক নারী বাসযাত্রীর ক্ষুব্ধ প্রতিক্রিয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
সমালোচকদের হাত-পা ভেঙে দেওয়া এবং পুলিশে দেওয়ার হুমকি দিতেও শোনা যায় ক্ষুব্ধ ওই নারীকে।
রাত্রিকালীন বাসযাত্রার ভিডিওটি কোন দিন ধারণ করা হয়েছে সে বিষয়ে সুনির্দিষ্টভাবে জানা যায়নি।
ভিডিওতে ওই নারীর বক্তব্য অনুযায়ী, বাসটি আল-আরাফাহ এক্সপ্রেস লিমিটেডের। বাসটি ঢাকা ও লক্ষ্মীপুরের রামগঞ্জ রুটে চলাচল করে।
ওই যাত্রীকে বলতে শোনা যায়, ‘সবগুলারে গ্রেপ্তার করাবো; কত বড় সাহস সরকারের বদনাম বাসে বসে বসে।’
‘এই তোরে একবারে শেষ করে ফেলবো! সরকারের বদনাম করস! বাসে বসে সরকারের বদনাম করার সাহস হয় কী করে!’ হুমকি দিয়ে বলছিলেন ওই নারী যাত্রী।
শেয়ার করুন