‘কোকেন ফিরিয়ে আনতে’ এবার কোকা কোলা কেনার ঘোষণা ইলন মাস্কের
অনলাইন ডেস্ক | ২৮ এপ্রিল, ২০২২ ১৪:৩৪
টেক জায়ান্ট টুইটারের কেনার দুই দিনের মাথায় বিশ্বের সবচাইতে জনপ্রিয় কোমল পানীয় প্রতিষ্ঠান কোকা কোলা কেনার ঘোষণা দিয়েছেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক।
বৃহস্পতিবার সকালে এক টুইটার বার্তায় টেসলা ও স্পেস এক্সের প্রতিষ্ঠাতা সিইও ইলন মাস্ক এ ঘোষণা দেন। তবে, এ বিষয়ে কোকা কোলা প্রতিষ্ঠানের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ফোর্বস ম্যাগাজিনের দৃষ্টিতে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি মাস্ক টুইট বার্তায় লিখেছেন, ‘আবারও কোকেন ফিরিয়ে আনতে এরপর আমি কোকা কোলা কিনছি।’
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, কোকা পাতা ও কোলা বাদাম কোমল পানীয়টির প্রধান ২টি উপকরণ। কোলা বাদামে ক্যাফিন আছে উল্লেখ করে এতে আরও বলা হয়, কোকা পাতাতেও কোকেন পাওয়া যায়।
১৯৮৮ সালের নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছিল, প্রথম দিকে কোকা কোলায় কোকেন ব্যবহার করা হতো, কিন্তু ১৯০০ সালের দিতে তা বন্ধ করে দেওয়া হয়।
Next I’m buying Coca-Cola to put the cocaine back in
— Elon Musk (@elonmusk) April 28, 2022
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৮ এপ্রিল, ২০২২ ১৪:৩৪
টেক জায়ান্ট টুইটারের কেনার দুই দিনের মাথায় বিশ্বের সবচাইতে জনপ্রিয় কোমল পানীয় প্রতিষ্ঠান কোকা কোলা কেনার ঘোষণা দিয়েছেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক।
বৃহস্পতিবার সকালে এক টুইটার বার্তায় টেসলা ও স্পেস এক্সের প্রতিষ্ঠাতা সিইও ইলন মাস্ক এ ঘোষণা দেন। তবে, এ বিষয়ে কোকা কোলা প্রতিষ্ঠানের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ফোর্বস ম্যাগাজিনের দৃষ্টিতে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি মাস্ক টুইট বার্তায় লিখেছেন, ‘আবারও কোকেন ফিরিয়ে আনতে এরপর আমি কোকা কোলা কিনছি।’
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, কোকা পাতা ও কোলা বাদাম কোমল পানীয়টির প্রধান ২টি উপকরণ। কোলা বাদামে ক্যাফিন আছে উল্লেখ করে এতে আরও বলা হয়, কোকা পাতাতেও কোকেন পাওয়া যায়।
১৯৮৮ সালের নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছিল, প্রথম দিকে কোকা কোলায় কোকেন ব্যবহার করা হতো, কিন্তু ১৯০০ সালের দিতে তা বন্ধ করে দেওয়া হয়।
Next I’m buying Coca-Cola to put the cocaine back in
— Elon Musk (@elonmusk) April 28, 2022