সবুজ ফড়িংছানা শীত মানেই ভোরটা ঠান্ডা, কুয়াশার চাদরে মোড়া। কোত্থাও কিচ্ছুটি দেখা যায় না। একটা একটা করে খেজুরগাছ, নারকেলগাছ মনে হয় ঠায় দাঁড়িয়ে আছে, যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমোচ্ছে। তারপর একটু একটু করে লাল…