বিকেল হতে হতে চারদিক নীরব হয়ে আসে। দুকুলের বুক যেন কেঁপে কেঁপে ওঠে। সুশান্তকা দাদার শুকনো মুখের দিকে চেয়ে ঝিম মেরে যায়। মা’র চোখে-মুখে ভীষণ উৎকণ্ঠা। বাবা এখনো ফেরেনি হাটের দোকান হতে। কী যে হবে-হচ্ছে…