খালেদা পারভীন, আমার মা। শিক্ষকতা পেশায় আছেন। নিউ গর্ভ. গার্লস হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক তিনি। বহু প্রতিভা নিয়ে জন্মেও অনেক কিছুই অর্জন করতে পারেনি। মাত্র ষোল বছর বয়সে তাঁর বিয়ে হয়েছে। বয়সটা ছিলো…