নদীপারে একটি বিকেল দৃশ্যজগত ছোট হয় নদীপারে একটি কুক্কুরী শোনাচ্ছে দূরে অবিকল মানুষের মুখের আদল নদীটার নামের প্রথম অক্ষর রূপ হঠাৎ ভূস করে উঠে ফের ডুবছে তাজ্জব বনে যাওয়া সূর্যের আলোরা লুকোচ্ছে শীতরিক্ত…