রুমিকে উৎসর্গ করে সায়লা সিমি নূরের কবিতা
অনলাইন ডেস্ক | ২৯ সেপ্টেম্বর, ২০১৯ ২০:২৫
ইসলামী জগতের আধ্যাত্মিক পুরুষ, সূফীকূলের অন্যতম শ্রেষ্ট সাধক, ফারসি সাহ্যিতের মহাকবি ও সৃজনশীল দার্শনিক জালালুদ্দিন রুমি (রহ.) পারস্যের খোরাসান প্রদেশের অন্তর্গত বলখ নগরে ৬০৪ হিজরী /২৯ সেপ্টম্বর মতান্তরে ৩০ সেপ্টম্বর ১২০৭ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তাকে উৎসর্গ করে সায়লা সিমি নূর এ কবিতাগুচ্ছ...
আমার রওজায় আমি
হারিয়ে যাওয়া ঘর
খুঁজে ফিরি .....মন বনে
জিকিরে জিকিরে.....
মিনার দেখি...ভাবি
এ'ই আমার ঘর !
খুঁজি তিন রাস্তার মোড় ....
যেখানে দারুচিনি গাছ
বাকল ফেলে.....
আর ফেলে সুগন্ধ
বাবা আত্তারের পাঞ্জাবিটা
দিয়ে যাবে......
টিয়া পাখিটা
সে'ই কথা ছিল.....
মা ডেকেছেন
তার ঘরে.....
সে হারিয়ে ফেলা ঘরের
দরজা ....
বেহেশতি মিনার
আমাকে খুঁজে চলছে......
সে আত্মার সুবাস খুঁজে,
আমি খুঁজি আলোর মিনার....
মওলা সদর উদ্দিন চিশতী
একটা জাদু দিয়েছেন
আমার হাতে .....
একটি রওজার নকশা।
গন্তব্য সেটাই ...
আমি অপেক্ষায় ....
ইসলাম'ই ভালোবাসার পথ
তন্দ্রাগত রাজকন্যার
আহাজারি ...ক্যাকটাস মরু-পাঁজরে;
ভালোবাসা ফুল জন্ম দেয়.....
এই বিরল ফুলের হেতু,
জন্ম হয় কিছু মতাদর্শের।
বস্তুবাদীরা সাংস্কৃতিক
পতাকা উত্তোলন করে...
সাগরের বুক-চিরে
জাহাজি পতাকা
দখলের নিমিত্তে হাজির হয়.....
সাদা-গোলাপির
মিশ্র প্রতিক্রিয়া...
ভালোবাসা নামক
জলছবি অঙ্কন করে.....
নবীর মাঠে ফসল
তখন ফসল কাটার ক্ষণ।
ছড়িয়ে যায়
তেরো নদী পার....
বীজের পরিণতি
ও ফসলের ঘ্রাণ.....
সে ছিল নবীর জন্মক্ষণ…..
ইউসুফ জুলেখা
রাজকন্যা ঘুমঘোরে
মনোহর-মানবকে চিনতে পারে,
মুগ্ধতা নিয়ে শয়নে তাকায়!
সে ক্ষণে,
কুমারীর পুনর্জন্মের
কথা কেউ জানতে পারেনি....
মদিনা-সনদ
ভালোবাসা এক রঙিন মাছের চোখে
সুখ খুঁজে দিতে পারবে…..
সাঁতরানো, কাতরানো;
এক রঙিন মাছ !
সে সাঁতার শেখাবে তোকে
তারপর তুই নিবি নোনা স্বাদ....
রাষ্ট্রনীতি জ্ঞাপন হবে,
লিপিবদ্ধ ক'র মদিনা-সনদ।
.......................
অঙ্কন - সায়লা সিমি নূর
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৯ সেপ্টেম্বর, ২০১৯ ২০:২৫

ইসলামী জগতের আধ্যাত্মিক পুরুষ, সূফীকূলের অন্যতম শ্রেষ্ট সাধক, ফারসি সাহ্যিতের মহাকবি ও সৃজনশীল দার্শনিক জালালুদ্দিন রুমি (রহ.) পারস্যের খোরাসান প্রদেশের অন্তর্গত বলখ নগরে ৬০৪ হিজরী /২৯ সেপ্টম্বর মতান্তরে ৩০ সেপ্টম্বর ১২০৭ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তাকে উৎসর্গ করে সায়লা সিমি নূর এ কবিতাগুচ্ছ...
আমার রওজায় আমি
হারিয়ে যাওয়া ঘর খুঁজে ফিরি .....মন বনে জিকিরে জিকিরে.....
মিনার দেখি...ভাবি এ'ই আমার ঘর !
খুঁজি তিন রাস্তার মোড় .... যেখানে দারুচিনি গাছ বাকল ফেলে..... আর ফেলে সুগন্ধ
বাবা আত্তারের পাঞ্জাবিটা দিয়ে যাবে...... টিয়া পাখিটা সে'ই কথা ছিল.....
মা ডেকেছেন তার ঘরে..... সে হারিয়ে ফেলা ঘরের দরজা .... বেহেশতি মিনার আমাকে খুঁজে চলছে......
সে আত্মার সুবাস খুঁজে,
আমি খুঁজি আলোর মিনার....
মওলা সদর উদ্দিন চিশতী একটা জাদু দিয়েছেন আমার হাতে ..... একটি রওজার নকশা। গন্তব্য সেটাই ... আমি অপেক্ষায় ....
ইসলাম'ই ভালোবাসার পথ
তন্দ্রাগত রাজকন্যার আহাজারি ...ক্যাকটাস মরু-পাঁজরে; ভালোবাসা ফুল জন্ম দেয়.....
এই বিরল ফুলের হেতু, জন্ম হয় কিছু মতাদর্শের। বস্তুবাদীরা সাংস্কৃতিক পতাকা উত্তোলন করে...
সাগরের বুক-চিরে জাহাজি পতাকা দখলের নিমিত্তে হাজির হয়.....
সাদা-গোলাপির মিশ্র প্রতিক্রিয়া... ভালোবাসা নামক জলছবি অঙ্কন করে.....
নবীর মাঠে ফসল
তখন ফসল কাটার ক্ষণ। ছড়িয়ে যায় তেরো নদী পার.... বীজের পরিণতি ও ফসলের ঘ্রাণ.....
সে ছিল নবীর জন্মক্ষণ…..
ইউসুফ জুলেখা
রাজকন্যা ঘুমঘোরে মনোহর-মানবকে চিনতে পারে, মুগ্ধতা নিয়ে শয়নে তাকায়!
সে ক্ষণে, কুমারীর পুনর্জন্মের কথা কেউ জানতে পারেনি....
মদিনা-সনদ
ভালোবাসা এক রঙিন মাছের চোখে সুখ খুঁজে দিতে পারবে…..
সাঁতরানো, কাতরানো; এক রঙিন মাছ !
সে সাঁতার শেখাবে তোকে তারপর তুই নিবি নোনা স্বাদ....
রাষ্ট্রনীতি জ্ঞাপন হবে, লিপিবদ্ধ ক'র মদিনা-সনদ। .......................
অঙ্কন - সায়লা সিমি নূর