পাখি
ফরিদা রানু | ৩০ মে, ২০২০ ১৪:৪২
কেমনে পারলি তুই- বল না পাখি?
বুকের ভিতর হৃদপিন্ড হইয়া
রাইত দিন অক্সিজেন দিতি
ধমনী, শিরা-উপশিরা
রন্ধ্রে রন্ধ্রে পৌঁছায় যাইতি
বলনা পাখি তুই কেমনে পারলি
বাঁচায় রাখলি কিন্তু পরাণটা নিয়া গেলি
একলা কোন দুনিয়ায় রাইখা গেছছ
জানস না তুই!!
পাষাণ পৃথিবী, সার্থপর চাইরপাশ
মিছা কতা আর অভিনয়
এইহানে রক্তের সম্পর্কের দাম নাই
শুধু কাড়াকাড়ি আর বাড়াবাড়ি
এইহানে অসহায় শিশুরা পায়না অধিকার
হগ্গলে মিলা ঠগায়
কারে কামড়ায় কেডায় খুন ঝরাবো থাগে এই দান্দায় !
তুই কেমনে পারলি পাখি? একটা বার ক!!
কেমন মন্দা সময় আমাকে একলা কইরা পালাইলি
শুনছি মহাযুদ্ধের পর এমন হিমশিম হয় নাই
দেশে এখন বাইরাস আইছে
কখন কে মরবো এই আতংকে দিন কাডায়
এই শত্রুরে খালি চোক্ষে দেহা যায় না
খালি সাবধান হওয়া যায়।
দুঃসময়ে এখন খালি চোহে আন্দার নামায়
এর মদ্যে অতীত দিয়া জ্বালা বারাস তুই
আরেকবার আয় তুই এই পিঞ্জিরায়
তোরে নিয়া উড়াল দিমু
আসমান পার দিয়া ওই সীমানায়।।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
ফরিদা রানু | ৩০ মে, ২০২০ ১৪:৪২
কেমনে পারলি তুই- বল না পাখি?
বুকের ভিতর হৃদপিন্ড হইয়া
রাইত দিন অক্সিজেন দিতি
ধমনী, শিরা-উপশিরা
রন্ধ্রে রন্ধ্রে পৌঁছায় যাইতি
বলনা পাখি তুই কেমনে পারলি
বাঁচায় রাখলি কিন্তু পরাণটা নিয়া গেলি
একলা কোন দুনিয়ায় রাইখা গেছছ
জানস না তুই!!
পাষাণ পৃথিবী, সার্থপর চাইরপাশ
মিছা কতা আর অভিনয়
এইহানে রক্তের সম্পর্কের দাম নাই
শুধু কাড়াকাড়ি আর বাড়াবাড়ি
এইহানে অসহায় শিশুরা পায়না অধিকার
হগ্গলে মিলা ঠগায়
কারে কামড়ায় কেডায় খুন ঝরাবো থাগে এই দান্দায় !
তুই কেমনে পারলি পাখি? একটা বার ক!!
কেমন মন্দা সময় আমাকে একলা কইরা পালাইলি
শুনছি মহাযুদ্ধের পর এমন হিমশিম হয় নাই
দেশে এখন বাইরাস আইছে
কখন কে মরবো এই আতংকে দিন কাডায়
এই শত্রুরে খালি চোক্ষে দেহা যায় না
খালি সাবধান হওয়া যায়।
দুঃসময়ে এখন খালি চোহে আন্দার নামায়
এর মদ্যে অতীত দিয়া জ্বালা বারাস তুই
আরেকবার আয় তুই এই পিঞ্জিরায়
তোরে নিয়া উড়াল দিমু
আসমান পার দিয়া ওই সীমানায়।।