ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে সম্মত আওয়ামী লীগ
অনলাইন ডেস্ক | ২৯ অক্টোবর, ২০১৮ ১৭:৩৬
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছবি: দেশ রূপান্তর
প্রবীণ রাজনীতিক ড. কামাল হোসেনের নেতৃত্বে নবগঠিত জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগ সংলাপে বসবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সোমবার আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি একথা জানান। খবর: বিবিসি বাংলা।
ওবায়দুল কাদের বলেন, আজ মন্ত্রিসভার বৈঠকের পর এই বিষয়ে আলাপ-আলোচনার পর সিদ্ধান্ত হয়েছে যে, বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্ট যে সংলাপে বসতে চায়, তাতে আওয়ামী লীগ সম্মতি দিয়েছে।
তিনি বলেন, ‘শেখ হাসিনার দরজা কারো জন্য বন্ধ থাকে না। এর মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন, আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জাতীয় ঐক্যফ্রন্টের প্রস্তাবে সম্মত হয়েছেন। এ ব্যাপারে আমরা আমাদের নেত্রীর সঙ্গে একমত।’
তবে কবে বৈঠক হবে সেটা পরে জানানো হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। অবশ্য সেটা তফসিলের আগে হবে বলে জানিয়েছেন তিনি।
এর আগে রোববার সংলাপের আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সভানেত্রী এবং সাধারণ সম্পাদক বরাবর দুটি চিঠি পাঠায় জাতীয় ঐক্যফ্রন্ট। চিঠির সঙ্গে তাদের সাত দফা প্রস্তাব এবং ১১টি লক্ষ্য সংযুক্ত করা হয়।
এই সাত দফার দাবির মধ্যে রয়েছে বর্তমান সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের আয়োজন করা।
শেয়ার করুন
অনলাইন ডেস্ক | ২৯ অক্টোবর, ২০১৮ ১৭:৩৬

প্রবীণ রাজনীতিক ড. কামাল হোসেনের নেতৃত্বে নবগঠিত জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগ সংলাপে বসবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সোমবার আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি একথা জানান। খবর: বিবিসি বাংলা।
ওবায়দুল কাদের বলেন, আজ মন্ত্রিসভার বৈঠকের পর এই বিষয়ে আলাপ-আলোচনার পর সিদ্ধান্ত হয়েছে যে, বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্ট যে সংলাপে বসতে চায়, তাতে আওয়ামী লীগ সম্মতি দিয়েছে।
তিনি বলেন, ‘শেখ হাসিনার দরজা কারো জন্য বন্ধ থাকে না। এর মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন, আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জাতীয় ঐক্যফ্রন্টের প্রস্তাবে সম্মত হয়েছেন। এ ব্যাপারে আমরা আমাদের নেত্রীর সঙ্গে একমত।’
তবে কবে বৈঠক হবে সেটা পরে জানানো হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। অবশ্য সেটা তফসিলের আগে হবে বলে জানিয়েছেন তিনি।
এর আগে রোববার সংলাপের আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সভানেত্রী এবং সাধারণ সম্পাদক বরাবর দুটি চিঠি পাঠায় জাতীয় ঐক্যফ্রন্ট। চিঠির সঙ্গে তাদের সাত দফা প্রস্তাব এবং ১১টি লক্ষ্য সংযুক্ত করা হয়।
এই সাত দফার দাবির মধ্যে রয়েছে বর্তমান সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের আয়োজন করা।