জীবন গেলেও খালেদাকে মুক্ত করবেন মান্না
নিজস্ব প্রতিবেদক | ৬ নভেম্বর, ২০১৮ ২০:৪৪
মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্টের জনসভায় উপস্থিত নেতৃবৃন্দ। ছবি: দেশ রূপান্তর
নিজের প্রাণের বিনিময়ে হলেও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করার ঘোষণা দিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহামুদুর রহমান মান্না।
মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্টের জনসভায় তিনি বলেন, খালেদা জিয়াকে জেলে মেরে ফেলতে চায় সরকার। জীবন যাবে তবুও লড়াই করে খালেদা জিয়াকে মুক্ত করবো।
মান্না অভিযোগ করেন, এই সরকার ব্যাংক, শেয়ারবাজার, কয়লা, পাথর চুরি করে দেশকে ‘তামা’ করে ফেলেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বর্তমান নির্বাচন কমিশনের সমালোচনা করে তিনি বলেন, দেশের মানুষ একসাথে বলছে আমরা নায্য ভোট দিতে চাই। আমাদের কথা শেখ হাসিনার অধীনে এই কমিশনের অধীনে নির্বাচন হবে না। সংসদ বাতিল করতে হবে। আমরা ১ তারিখে সংলাপে গিয়ে এই কথাই বলে এসেছি।
নেতাকর্মীদের গ্রেপ্তারের ব্যাপারে সতর্ক করে দিয়ে মান্না বলেন, আমরা গণতন্ত্র চাই, যারা আমাদের নামে বদনাম করছে তারাই সন্ত্রাসী। আর একজন কর্মীকেও গ্রেপ্তার করা যাবে না।
দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি থেকে কারাবন্দি খালেদা জিয়ার মুক্তির প্রসঙ্গ টেনে তিনি বলেন, অনুরোধ করবো এই ভিডিও প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠান। দেখুক মানুষ খালেদা জিয়াকে কত ভালোবাসে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ৬ নভেম্বর, ২০১৮ ২০:৪৪

নিজের প্রাণের বিনিময়ে হলেও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করার ঘোষণা দিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহামুদুর রহমান মান্না।
মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্টের জনসভায় তিনি বলেন, খালেদা জিয়াকে জেলে মেরে ফেলতে চায় সরকার। জীবন যাবে তবুও লড়াই করে খালেদা জিয়াকে মুক্ত করবো।
মান্না অভিযোগ করেন, এই সরকার ব্যাংক, শেয়ারবাজার, কয়লা, পাথর চুরি করে দেশকে ‘তামা’ করে ফেলেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বর্তমান নির্বাচন কমিশনের সমালোচনা করে তিনি বলেন, দেশের মানুষ একসাথে বলছে আমরা নায্য ভোট দিতে চাই। আমাদের কথা শেখ হাসিনার অধীনে এই কমিশনের অধীনে নির্বাচন হবে না। সংসদ বাতিল করতে হবে। আমরা ১ তারিখে সংলাপে গিয়ে এই কথাই বলে এসেছি।
নেতাকর্মীদের গ্রেপ্তারের ব্যাপারে সতর্ক করে দিয়ে মান্না বলেন, আমরা গণতন্ত্র চাই, যারা আমাদের নামে বদনাম করছে তারাই সন্ত্রাসী। আর একজন কর্মীকেও গ্রেপ্তার করা যাবে না।
দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি থেকে কারাবন্দি খালেদা জিয়ার মুক্তির প্রসঙ্গ টেনে তিনি বলেন, অনুরোধ করবো এই ভিডিও প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠান। দেখুক মানুষ খালেদা জিয়াকে কত ভালোবাসে।