গুরুতর রোগে আক্রান্ত সরকার: কামাল
নিজস্ব প্রতিবেদক | ১০ ডিসেম্বর, ২০১৮ ২১:১৯
প্রেস ক্লাবে মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার পরিষদ আয়োজিত সভায় বক্তব্য রাখছেন ড. কামাল হোসেন। ছবি: মহুবার রহমান।
মানবাধিকার লঙ্ঘনকে ‘গুরুতর রোগ’ আখ্যা দিয়ে সরকার এতে আক্রান্ত বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন। সোমবার জাতীয় প্রেস ক্লাবে মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার পরিষদ আয়োজিত সভায় তিনি এ মন্তব্য করেন।
গণফোরাম সভাপতি বলেন, যাদের দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষা করার, তারাই তা ভঙ্গ করছে। এ সরকারের আমলে বেশ কিছু মানুষ খুন ও গুম হয়েছেন। তাদের (সরকার) কাছ থেকে জনগণ এসব আশা করে না। তিনি আরও বলেন, এ সরকারের আমলে যত মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে, তা তদন্ত করতে হবে। এ জন্য তদন্ত কমিশন গঠন করতে হবে।
সরকারকে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়ে সুপ্রিম কোর্টের এই জ্যেষ্ঠ আইনজীবী বলেন, কয়েক দিন পর সরকারের মেয়াদ শেষ হয়ে যাবে। তাই শেষ সময়ে সুযোগকে কাজে লাগাতে হবে।
‘নির্বাচনের কোনো পরিবেশ নেই’ উল্লেখ করে কামাল বলেন, সারা দেশের পাড়া-মহল্লায় যারা আছেন, তাদের ভোটের দিন ভোটরক্ষা কমিটি করতে হবে। এ সময় নিউজ পোর্টালসহ ৫৮টি ওয়েবসাইট বন্ধ করে দেওয়ার খবরে উদ্বেগ প্রকাশ করেন তিনি।
নুরুল হুদা মিলু চৌধুরীর সভাপতিত্বে ও তালুকদার মনিরুজ্জামানের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহীদুল ইসলাম, সাবেক সচিব মোফাজ্জল করিম, মানবাধিকার ফেডারেশনের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, ড. ফরিদউদ্দিন ফরিদ, অধ্যাপক ড. অমিত আজাদ, আবদুল্লাহ আল মাহমুদ, প্রকৌশলী মমিনুল ইসলাম প্রমুখ।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ১০ ডিসেম্বর, ২০১৮ ২১:১৯

মানবাধিকার লঙ্ঘনকে ‘গুরুতর রোগ’ আখ্যা দিয়ে সরকার এতে আক্রান্ত বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন। সোমবার জাতীয় প্রেস ক্লাবে মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার পরিষদ আয়োজিত সভায় তিনি এ মন্তব্য করেন।
গণফোরাম সভাপতি বলেন, যাদের দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষা করার, তারাই তা ভঙ্গ করছে। এ সরকারের আমলে বেশ কিছু মানুষ খুন ও গুম হয়েছেন। তাদের (সরকার) কাছ থেকে জনগণ এসব আশা করে না। তিনি আরও বলেন, এ সরকারের আমলে যত মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে, তা তদন্ত করতে হবে। এ জন্য তদন্ত কমিশন গঠন করতে হবে।
সরকারকে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়ে সুপ্রিম কোর্টের এই জ্যেষ্ঠ আইনজীবী বলেন, কয়েক দিন পর সরকারের মেয়াদ শেষ হয়ে যাবে। তাই শেষ সময়ে সুযোগকে কাজে লাগাতে হবে।
‘নির্বাচনের কোনো পরিবেশ নেই’ উল্লেখ করে কামাল বলেন, সারা দেশের পাড়া-মহল্লায় যারা আছেন, তাদের ভোটের দিন ভোটরক্ষা কমিটি করতে হবে। এ সময় নিউজ পোর্টালসহ ৫৮টি ওয়েবসাইট বন্ধ করে দেওয়ার খবরে উদ্বেগ প্রকাশ করেন তিনি।
নুরুল হুদা মিলু চৌধুরীর সভাপতিত্বে ও তালুকদার মনিরুজ্জামানের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহীদুল ইসলাম, সাবেক সচিব মোফাজ্জল করিম, মানবাধিকার ফেডারেশনের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, ড. ফরিদউদ্দিন ফরিদ, অধ্যাপক ড. অমিত আজাদ, আবদুল্লাহ আল মাহমুদ, প্রকৌশলী মমিনুল ইসলাম প্রমুখ।