হার কত শোচনীয় হবে বিএনপি টের পাবে : কাদের
নিজস্ব প্রতিবেদক | ১২ ডিসেম্বর, ২০১৮ ১৫:৫৩
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হার কত শোচনীয় হবে তা বিএনপি টের পাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ‘আওয়ামী লীগ ৩০ আসন পাবে’ মির্জা ফখরুলের এমন কথার সমালোচনায় বিএনপিকে উদ্দেশ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আরো বলেন, কে কত আসন পাবে ৩০ তারিখ বাংলাদেশের জনগণ সেটা জানিয়ে দেবে’।
বুধবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দলের নির্বাচনী কার্যক্রম শুরুর আগে এসব বলেন তিনি।
নেতিবাচক রাজনীতির জন্য বিএনপি দিনে দিনে সংকুচিত হচ্ছে দাবি করে ওবায়দুল কাদের বলেন, বিএনপির এখন গণজোয়ার নয় গণভাটা চলছে। তিনি বলেন, বিএনপির নির্বাচনের হাট ভেঙে গেছে। আন্দোলনের হাট আরো আগেই ভেঙে গেছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের ‘ভোট ৫০ ভাগ সুষ্ঠু হলেই সরকারি দলকে খুঁজে পাওয়া যাবে না’ মন্তব্যের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ভোট ৫০ ভাগ নয়, ১০০ ভাগই সুষ্ঠু হবে। এবং সেই ভোটে আপনারা (বিএনপি) যে মুসলিম লীগের কাছাকাছি চলে গেছেন সেটা প্রমাণ হবে।
গণমাধ্যমের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুলের গাড়িবহরে হামলার খবর বড় শিরোনাম পেলেও আওয়ামী লীগের দুই কর্মীর মৃত্যুর খবর গণমাধ্যমে গুরুত্ব পায়নি। দুই কর্মী হত্যার জন্য এসময় বিএনপিকে দায়ী করেন তিনি।
সেতুমন্ত্রী বলেন ‘গণমাধ্যমের একটি অংশ ক্রমাগত আমাদের বিরুদ্ধে ক্যাম্পেন করছে। মনে হচ্ছে তারা ঐক্যফ্রন্টের মুখপত্র, তারা বিএনপির কাগজ। বহুল প্রচারিত মিডিয়ার একটি অংশ একটি দলের হয়ে মাঠে নেমেছে।’
শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার মতো ভালো মানুষ গত ৪৩ বছরে বাংলাদেশের রাজনীতিতে আসেনি।
আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমামের সভাপতিত্বে অনুষ্ঠানে দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ ছাড়াও উপস্থিত ছিলেন, সংগীত শিল্পী, অভিনয় শিল্পী, খেলোয়াড়সহ সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ১২ ডিসেম্বর, ২০১৮ ১৫:৫৩

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হার কত শোচনীয় হবে তা বিএনপি টের পাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ‘আওয়ামী লীগ ৩০ আসন পাবে’ মির্জা ফখরুলের এমন কথার সমালোচনায় বিএনপিকে উদ্দেশ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আরো বলেন, কে কত আসন পাবে ৩০ তারিখ বাংলাদেশের জনগণ সেটা জানিয়ে দেবে’।
বুধবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দলের নির্বাচনী কার্যক্রম শুরুর আগে এসব বলেন তিনি।
নেতিবাচক রাজনীতির জন্য বিএনপি দিনে দিনে সংকুচিত হচ্ছে দাবি করে ওবায়দুল কাদের বলেন, বিএনপির এখন গণজোয়ার নয় গণভাটা চলছে। তিনি বলেন, বিএনপির নির্বাচনের হাট ভেঙে গেছে। আন্দোলনের হাট আরো আগেই ভেঙে গেছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের ‘ভোট ৫০ ভাগ সুষ্ঠু হলেই সরকারি দলকে খুঁজে পাওয়া যাবে না’ মন্তব্যের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ভোট ৫০ ভাগ নয়, ১০০ ভাগই সুষ্ঠু হবে। এবং সেই ভোটে আপনারা (বিএনপি) যে মুসলিম লীগের কাছাকাছি চলে গেছেন সেটা প্রমাণ হবে।
গণমাধ্যমের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুলের গাড়িবহরে হামলার খবর বড় শিরোনাম পেলেও আওয়ামী লীগের দুই কর্মীর মৃত্যুর খবর গণমাধ্যমে গুরুত্ব পায়নি। দুই কর্মী হত্যার জন্য এসময় বিএনপিকে দায়ী করেন তিনি।
সেতুমন্ত্রী বলেন ‘গণমাধ্যমের একটি অংশ ক্রমাগত আমাদের বিরুদ্ধে ক্যাম্পেন করছে। মনে হচ্ছে তারা ঐক্যফ্রন্টের মুখপত্র, তারা বিএনপির কাগজ। বহুল প্রচারিত মিডিয়ার একটি অংশ একটি দলের হয়ে মাঠে নেমেছে।’
শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার মতো ভালো মানুষ গত ৪৩ বছরে বাংলাদেশের রাজনীতিতে আসেনি।
আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমামের সভাপতিত্বে অনুষ্ঠানে দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ ছাড়াও উপস্থিত ছিলেন, সংগীত শিল্পী, অভিনয় শিল্পী, খেলোয়াড়সহ সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা।