আইএসআই এজেন্টের সঙ্গে ফোনালাপ
মোশাররফের বিরুদ্ধে আ’লীগ নেতার রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি | ১৩ ডিসেম্বর, ২০১৮ ১০:১৯
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফের বিরুদ্ধে দাউদকান্দি মডেল থানায় রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের স্থানীয় এক নেতা। পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের এজেন্ট মেহমুদের সঙ্গে ফোনালাপে তিনি নির্বাচন-বিরোধী ষড়যন্ত্র করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
বুধবার রাত সাড়ে ১১টার দিকে দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন এ অভিযোগ দায়ের করেন। তিনি দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।
অভিযোগপত্র থেকে জানা যায়, ড. খন্দকার মোশাররফ হোসেন তার ব্যবহৃত মোবাইল ফোনে দুবাইয়ে অবস্থানরত আইএসআইয়ের এজেন্ট মেহমুদের সঙ্গে একাদশ জাতীয় নির্বাচন নিয়ে কথা বলেন। ফোনালাপটি ১১ ডিসেম্বর এশিয়ান ট্রিবিউন এ প্রকাশিত হয়।
এছাড়া ডিবিসি নিউজের (টিভি) প্রাপ্ত অডিও থেকে জানা যায়, খন্দকার মোশাররফ দেশের সংসদ নির্বাচন নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র করেন। এরকম আলোচনা করে খন্দকার মোশাররফ রাষ্ট্রদ্রোহী অপরাধ করেছেন।
মোহাম্মদ আলী সুমন অভিযোগপত্রে উল্লেখ করেন, রাষ্ট্রের সার্বভৌমত্বের বিরুদ্ধে বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে ষড়যন্ত্রের কারণে ড. মোশাররফ হোসেন বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে।
দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, “রাতে অভিযোগ পেয়েছি। যেহেতু এটা জাতীয় ব্যাপার তাই রাতেই ঊর্ধ্বতন অফিসারদের জানিয়েছি। বিস্তারিত পরে জানাব।”
শেয়ার করুন
এই পাতার আরো খবর
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি | ১৩ ডিসেম্বর, ২০১৮ ১০:১৯

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফের বিরুদ্ধে দাউদকান্দি মডেল থানায় রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের স্থানীয় এক নেতা। পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের এজেন্ট মেহমুদের সঙ্গে ফোনালাপে তিনি নির্বাচন-বিরোধী ষড়যন্ত্র করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
বুধবার রাত সাড়ে ১১টার দিকে দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন এ অভিযোগ দায়ের করেন। তিনি দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।
অভিযোগপত্র থেকে জানা যায়, ড. খন্দকার মোশাররফ হোসেন তার ব্যবহৃত মোবাইল ফোনে দুবাইয়ে অবস্থানরত আইএসআইয়ের এজেন্ট মেহমুদের সঙ্গে একাদশ জাতীয় নির্বাচন নিয়ে কথা বলেন। ফোনালাপটি ১১ ডিসেম্বর এশিয়ান ট্রিবিউন এ প্রকাশিত হয়।
এছাড়া ডিবিসি নিউজের (টিভি) প্রাপ্ত অডিও থেকে জানা যায়, খন্দকার মোশাররফ দেশের সংসদ নির্বাচন নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র করেন। এরকম আলোচনা করে খন্দকার মোশাররফ রাষ্ট্রদ্রোহী অপরাধ করেছেন।
মোহাম্মদ আলী সুমন অভিযোগপত্রে উল্লেখ করেন, রাষ্ট্রের সার্বভৌমত্বের বিরুদ্ধে বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে ষড়যন্ত্রের কারণে ড. মোশাররফ হোসেন বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে।
দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, “রাতে অভিযোগ পেয়েছি। যেহেতু এটা জাতীয় ব্যাপার তাই রাতেই ঊর্ধ্বতন অফিসারদের জানিয়েছি। বিস্তারিত পরে জানাব।”