ডিবি পরিচয়ে বিএনপি নেতাকে তুলে নেওয়ার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক | ১৬ ডিসেম্বর, ২০১৮ ১১:০১
রাজধানী ঢাকার ইব্রাহিমপুর থেকে গোয়েন্দা পুলিশ ডিবি পরিচয়ে গোলাম কিবরিয়া মাখন নামে এক বিএনপি নেতাকে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
কিবরিয়া ভাসানটেক থানা বিএনপির সভাপতি। এর আগে ঢাকা মহানগর উত্তর বিএনপির প্রচার সম্পাদক ছিলেন তিনি।
জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিএনপি নেতাকর্মীদের গণহারে গ্রেপ্তারে দলটির নেতাদের অভিযোগের মধ্যেই এ ঘটনা ঘটলো। আগামী ৩০ ডিসেম্বর সংসদ নির্বাচনে ভোটগ্রহণের কথা রয়েছে।
কিবরিয়ার ছোট ভাই রাফসান জানি রিমন দেশ রূপান্তরকে জানান, শনিবার দুপুর ১টার দিকে ইব্রাহিমপুর পুকুরপাড় এলাকায় তাদের নিজস্ব স’ মিলের অফিস থেকে তার ভাইকে তুলে নিয়ে যাওয়া হয়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি আরো বলেন, সাদা পোশাকে ৭-৮ জন লোক সাদা রঙের একটি মাইক্রোবাসে তাকে উঠিয়ে নিয়ে যায়। আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় পেয়ে স’ মিলের কেউ তাদের বাধা দেয়নি।
বড়ভাই কিবরিয়াকে ধরে নিয়ে যাওয়ার কারণ জানতে কাফরুল থানায় সাধারণ ডায়েরি-জিডি করার প্রস্তুতি নিয়েছেন বলেও জানান রিমন।
জানতে চাইলে কাফরুল থানার অফিসার ইনচার্জ (ওসি) শিকদার শামীম হোসেন দেশ রূপান্তরকে বলেন, “আমার এলাকা থেকে ভাসানটেক বিএনপি নেতাকে তুলে নিয়ে যাওয়ার খবর জানা নেই। এ ঘটনায় কোনো অভিযোগ পাইনি।”
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ১৬ ডিসেম্বর, ২০১৮ ১১:০১

রাজধানী ঢাকার ইব্রাহিমপুর থেকে গোয়েন্দা পুলিশ ডিবি পরিচয়ে গোলাম কিবরিয়া মাখন নামে এক বিএনপি নেতাকে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
কিবরিয়া ভাসানটেক থানা বিএনপির সভাপতি। এর আগে ঢাকা মহানগর উত্তর বিএনপির প্রচার সম্পাদক ছিলেন তিনি।
জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিএনপি নেতাকর্মীদের গণহারে গ্রেপ্তারে দলটির নেতাদের অভিযোগের মধ্যেই এ ঘটনা ঘটলো। আগামী ৩০ ডিসেম্বর সংসদ নির্বাচনে ভোটগ্রহণের কথা রয়েছে।
কিবরিয়ার ছোট ভাই রাফসান জানি রিমন দেশ রূপান্তরকে জানান, শনিবার দুপুর ১টার দিকে ইব্রাহিমপুর পুকুরপাড় এলাকায় তাদের নিজস্ব স’ মিলের অফিস থেকে তার ভাইকে তুলে নিয়ে যাওয়া হয়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি আরো বলেন, সাদা পোশাকে ৭-৮ জন লোক সাদা রঙের একটি মাইক্রোবাসে তাকে উঠিয়ে নিয়ে যায়। আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় পেয়ে স’ মিলের কেউ তাদের বাধা দেয়নি।
বড়ভাই কিবরিয়াকে ধরে নিয়ে যাওয়ার কারণ জানতে কাফরুল থানায় সাধারণ ডায়েরি-জিডি করার প্রস্তুতি নিয়েছেন বলেও জানান রিমন।
জানতে চাইলে কাফরুল থানার অফিসার ইনচার্জ (ওসি) শিকদার শামীম হোসেন দেশ রূপান্তরকে বলেন, “আমার এলাকা থেকে ভাসানটেক বিএনপি নেতাকে তুলে নিয়ে যাওয়ার খবর জানা নেই। এ ঘটনায় কোনো অভিযোগ পাইনি।”