লাঠিয়ালদের তাণ্ডব মেনে নেওয়া যায় না: ড. কামাল
সাভার (ঢাকা) প্রতিনিধি | ১৬ ডিসেম্বর, ২০১৮ ১৪:৪৪
মহান বিজয় দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। ছবি: দেশ রূপান্তর
ঐক্যবদ্ধ জনগণের বিজয় অনিবার্য উল্লেখ করে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন বলেছেন, বিজয়ের মাসে লাঠিয়ালদের তাণ্ডব মেনে নেওয়া যায় না।
তিনি আরো বলেন, “যারা রুগ্ন রাজনীতি করে, লাঠিয়াল ব্যবহার করে এবং জনগণকে মর্যাদা দেয় না, তাদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। আমরা ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা ও মূল্যবোধসহ সবকিছু রক্ষা করব।”
মহান বিজয় দিবস উপলক্ষে রোববার সকাল সাড়ে ১০টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ড. কামাল।
তিনি বলেন, “আমরা স্বাধীনতা পেয়েছি, এখন মুক্তির জন্য লড়াই করছি। এখনো আমাদের সংগ্রাম করে যেতে হচ্ছে। আরো সংগ্রাম করে যেতে হবে।”
“গণতন্ত্র আমাদের দেশে অনুপস্থিত। ঐক্যবদ্ধ হয়ে আমরা ঐক্যকে আরো সুসংহত করেছি। যে ঐক্যবদ্ধ শক্তিকে নিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম, যেকোনো ষড়যন্ত্র থেকে এই স্বাধীনতাকে রক্ষা করতে হবে” বলেন স্বাধীন বাংলাদেশের এই সংবিধান প্রণেতা।
তিনি বলেন, “মুক্তিযুদ্ধে লাখ লাখ লোক জীবন দিয়ে স্বাধীনতা অর্জন করেছে। আজকে বিজয়ের দিনে এখানে এসে তাদের স্মরণ করা উচিত। সেই স্বাধীনতাকে আমরা যেন সঠিকভাবে মূল্যায়ন করতে পারি, বিজয়ের মাসে এটাই আমাদের শপথ হওয়া উচিত।”
ড. কামাল বলেন, শহীদরা স্বপ্ন দেখেছিল- দেশে গণতন্ত্র থাকবে, আইনের শাসন থাকবে, মানুষ শান্তিপূর্ণভাবে চলাফেরা করবে। এজন্য ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদসহ সংবিধানের চার মূলনীতি অনুযায়ী দেশকে পরিচালনা করতে হবে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
সাভার (ঢাকা) প্রতিনিধি | ১৬ ডিসেম্বর, ২০১৮ ১৪:৪৪

ঐক্যবদ্ধ জনগণের বিজয় অনিবার্য উল্লেখ করে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন বলেছেন, বিজয়ের মাসে লাঠিয়ালদের তাণ্ডব মেনে নেওয়া যায় না।
তিনি আরো বলেন, “যারা রুগ্ন রাজনীতি করে, লাঠিয়াল ব্যবহার করে এবং জনগণকে মর্যাদা দেয় না, তাদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। আমরা ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা ও মূল্যবোধসহ সবকিছু রক্ষা করব।”
মহান বিজয় দিবস উপলক্ষে রোববার সকাল সাড়ে ১০টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ড. কামাল।
তিনি বলেন, “আমরা স্বাধীনতা পেয়েছি, এখন মুক্তির জন্য লড়াই করছি। এখনো আমাদের সংগ্রাম করে যেতে হচ্ছে। আরো সংগ্রাম করে যেতে হবে।”
“গণতন্ত্র আমাদের দেশে অনুপস্থিত। ঐক্যবদ্ধ হয়ে আমরা ঐক্যকে আরো সুসংহত করেছি। যে ঐক্যবদ্ধ শক্তিকে নিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম, যেকোনো ষড়যন্ত্র থেকে এই স্বাধীনতাকে রক্ষা করতে হবে” বলেন স্বাধীন বাংলাদেশের এই সংবিধান প্রণেতা।
তিনি বলেন, “মুক্তিযুদ্ধে লাখ লাখ লোক জীবন দিয়ে স্বাধীনতা অর্জন করেছে। আজকে বিজয়ের দিনে এখানে এসে তাদের স্মরণ করা উচিত। সেই স্বাধীনতাকে আমরা যেন সঠিকভাবে মূল্যায়ন করতে পারি, বিজয়ের মাসে এটাই আমাদের শপথ হওয়া উচিত।”
ড. কামাল বলেন, শহীদরা স্বপ্ন দেখেছিল- দেশে গণতন্ত্র থাকবে, আইনের শাসন থাকবে, মানুষ শান্তিপূর্ণভাবে চলাফেরা করবে। এজন্য ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদসহ সংবিধানের চার মূলনীতি অনুযায়ী দেশকে পরিচালনা করতে হবে।