‘অবিশ্বাস্য পরিস্থিতি’ সৃষ্টি করা হয়েছে: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক | ২১ ডিসেম্বর, ২০১৮ ১১:৩৬
নির্বাচন ঘিরে সারাদেশে ‘অবিশ্বাস্য পরিস্থিতি’ সৃষ্টি করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই পরিস্থিতিতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের কোনো সম্ভাবনা নেই।
শুক্রবার বেলা ১১টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মুখপাত্র এসব অভিযোগ করেন।
তিনি বলেন, “নির্বাচন ঘিরে সারাদেশে অবিশ্বাস্য পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। এই পরিস্থিতিতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের কোনো সম্ভাবনা নেই।”
মির্জা ফখরুল বলেন, “ভোটগ্রহণের আর ছয়-সাত দিন বাকি। আশা করি, শেষ মুহূর্তে এসে হলেও নির্বাচন কমিশন তাদের সম্বিত ফিরে পাবে, সরকার সম্বিত ফিরে পাবে।”
“বিশেষ করে সেনাবাহিনী, যাদের ২৪ তারিখ মোতায়েন করার কথা রয়েছে, তারাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সবার মাঝে দেশপ্রেম থাকবে। তারা তাদের চার্টার অনুযায়ী দায়িত্ব পালন করবে” যোগ করেন তিনি।
গোটা নির্বাচনী ব্যবস্থা প্রহসনে পরিণত হয়েছে দাবি করে বিএনপি মহাসচিব বলেন, আন্দোলনের অংশ হিসেবেই বিএনপি এই নির্বাচনে অংশগ্রহণ করছে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ২১ ডিসেম্বর, ২০১৮ ১১:৩৬

নির্বাচন ঘিরে সারাদেশে ‘অবিশ্বাস্য পরিস্থিতি’ সৃষ্টি করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই পরিস্থিতিতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের কোনো সম্ভাবনা নেই।
শুক্রবার বেলা ১১টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মুখপাত্র এসব অভিযোগ করেন।
তিনি বলেন, “নির্বাচন ঘিরে সারাদেশে অবিশ্বাস্য পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। এই পরিস্থিতিতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের কোনো সম্ভাবনা নেই।”
মির্জা ফখরুল বলেন, “ভোটগ্রহণের আর ছয়-সাত দিন বাকি। আশা করি, শেষ মুহূর্তে এসে হলেও নির্বাচন কমিশন তাদের সম্বিত ফিরে পাবে, সরকার সম্বিত ফিরে পাবে।”
“বিশেষ করে সেনাবাহিনী, যাদের ২৪ তারিখ মোতায়েন করার কথা রয়েছে, তারাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সবার মাঝে দেশপ্রেম থাকবে। তারা তাদের চার্টার অনুযায়ী দায়িত্ব পালন করবে” যোগ করেন তিনি।
গোটা নির্বাচনী ব্যবস্থা প্রহসনে পরিণত হয়েছে দাবি করে বিএনপি মহাসচিব বলেন, আন্দোলনের অংশ হিসেবেই বিএনপি এই নির্বাচনে অংশগ্রহণ করছে।