এরশাদ ফিরতে পারেন বুধবার
বিশেষ প্রতিনিধি | ২৪ ডিসেম্বর, ২০১৮ ১৩:১৬
ফাইল ছবি
সিঙ্গাপুরে চিকিৎসাধীন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ সোমবার দেশে ফিরছেন বলে গুঞ্জন ছিল। তবে দলীয় সূত্রে জানা গেছে, তিনি আজ দেশে আসছেন না।
এরশাদের নির্বাচনী এলাকার সমন্বয়ের দায়িত্ব থাকা দলের প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতী দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “স্যার, আজ আসছেন না। তিনি এখনো পুরোপুরি সুস্থ হননি। আগামী বুধবার তিনি আসতে পারেন।”
এদিকে একাধিকবার সময় দিয়েও চেয়ারম্যান দেশে না ফেরায় জাতীয় পার্টির মধ্যে অস্থিরতা বিরাজ করছে। দলটিতে মনোনয়ন নিয়েও অসন্তোষ রয়েছে।
দলীয় একটি সূত্রে জানা গেছে, নির্বাচনের পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেটা পর্যবেক্ষণ করছেন এরশাদ। বিষয়টি মোটামুটি নিশ্চিত হলেই তিনি দেশে ফিরবেন।
গত ১০ ডিসেম্বর রাতে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান এরশাদ। সেখানে তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি আছেন। এর আগে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হলে তাকে নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
বিশেষ প্রতিনিধি | ২৪ ডিসেম্বর, ২০১৮ ১৩:১৬

সিঙ্গাপুরে চিকিৎসাধীন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ সোমবার দেশে ফিরছেন বলে গুঞ্জন ছিল। তবে দলীয় সূত্রে জানা গেছে, তিনি আজ দেশে আসছেন না।
এরশাদের নির্বাচনী এলাকার সমন্বয়ের দায়িত্ব থাকা দলের প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতী দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “স্যার, আজ আসছেন না। তিনি এখনো পুরোপুরি সুস্থ হননি। আগামী বুধবার তিনি আসতে পারেন।”
এদিকে একাধিকবার সময় দিয়েও চেয়ারম্যান দেশে না ফেরায় জাতীয় পার্টির মধ্যে অস্থিরতা বিরাজ করছে। দলটিতে মনোনয়ন নিয়েও অসন্তোষ রয়েছে।
দলীয় একটি সূত্রে জানা গেছে, নির্বাচনের পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেটা পর্যবেক্ষণ করছেন এরশাদ। বিষয়টি মোটামুটি নিশ্চিত হলেই তিনি দেশে ফিরবেন।
গত ১০ ডিসেম্বর রাতে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান এরশাদ। সেখানে তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি আছেন। এর আগে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হলে তাকে নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে।