মওদুদকে বহিষ্কারের বিষয়টি বানোয়াট : নজরুল
নিজস্ব প্রতিবেদক | ২৯ ডিসেম্বর, ২০১৮ ২২:০৮
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে যে প্রেস বিজ্ঞপ্তি অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে জানিয়েছে দলটি।
বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, উদ্দেশ্যমূলকভাবে এটি করা হয়েছে। শনিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে জাতীয় ঐক্যফ্রন্টের সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্ন করা হলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ কথা বলেন।
নজরুল বলেন, ‘আপনারা যে ফোনালাপের কথা বলছেন, দেখেন কোন দেশে আমরা বসবাস করি। আপনি স্ত্রীর সঙ্গে কথা বলেছেন সেটা কোথায় জমা আছে এবং কবে ফাঁস হবে আমরা জানি না। আমাদের দু’জন নেতা আলোচনা করেছেন, তাদের আওয়াজটা খেয়াল করবেন সেটা ছিল তাদের ক্ষোভের আওয়াজ।’
এ বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘এটি সরকারের অপপ্রচার। তারা বিভিন্ন কাটপিস এডিটিং করে বিএনপি নেতাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।’
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ২৯ ডিসেম্বর, ২০১৮ ২২:০৮

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে যে প্রেস বিজ্ঞপ্তি অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে জানিয়েছে দলটি।
বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, উদ্দেশ্যমূলকভাবে এটি করা হয়েছে। শনিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে জাতীয় ঐক্যফ্রন্টের সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্ন করা হলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ কথা বলেন।
নজরুল বলেন, ‘আপনারা যে ফোনালাপের কথা বলছেন, দেখেন কোন দেশে আমরা বসবাস করি। আপনি স্ত্রীর সঙ্গে কথা বলেছেন সেটা কোথায় জমা আছে এবং কবে ফাঁস হবে আমরা জানি না। আমাদের দু’জন নেতা আলোচনা করেছেন, তাদের আওয়াজটা খেয়াল করবেন সেটা ছিল তাদের ক্ষোভের আওয়াজ।’
এ বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘এটি সরকারের অপপ্রচার। তারা বিভিন্ন কাটপিস এডিটিং করে বিএনপি নেতাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।’