বঙ্গবন্ধু ফিরে এসেছেন কন্যা শেখ হাসিনার বেশে: তোফায়েল
নিজস্ব প্রতিবেদক | ৩১ ডিসেম্বর, ২০১৮ ১৪:৪৫
সোমবার সকালে ভোলা সদরের গাজীপুরস্থ বাসভবনে স্থানীয় বিভিন্ন সংগঠনের সঙ্গে বিজয়ী শুভেচ্ছা বিনিময় করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। ছবি: দেশ রূপান্তর
কন্যা শেখ হাসিনার বেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফিরে এসেছেন বলে মন্তব্য করেছেন ভোলা-১ আসনে নৌকা প্রতীকে নবনির্বাচিত সংসদ সদস্য বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
সোমবার সকালে ভোলা সদরের গাজীপুরস্থ বাসভবনে স্থানীয় বিভিন্ন সংগঠনের সঙ্গে বিজয়ী শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন।
নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের ভূমিধস বিজয়ের বিষয়ে জানতে চাইলে তোফায়েল আহমেদ বলেন, ‘১৯৭০ সালের নির্বাচনের মতো মনে হয় বঙ্গবন্ধু আবার ফিরে এসেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বেশে।’
তিনি বলেন, ‘সারা দেশে আওয়ামী লীগের গণজোয়ার বইছে। এ নির্বাচনে একটি নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে। তরুন প্রজন্ম এগিয়ে এসেছে। তারা স্বাধীনতা বিরোধীদের বিপক্ষে ভোট দিয়েছে।’
প্রবীণ এই আওয়ামী লীগ নেতা বলেন, ‘বিএনপি প্রতিষ্ঠিত হওয়ার পরে যে অন্যায়-অবিচার করেছে, মানুষ ব্যালটের মাধ্যমে তার জবাব দিয়েছে। বাংলাদেশের মানুষ আর যাইহোক নীতিহীন মানুষকে পছন্দ করে না। তার প্রমাণ তারা দিয়েছে ব্যালটের মাধ্যমে।’
এ সময় তিনি আরও বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। যেসব বিদেশি পর্যবেক্ষক এসেছিল, তারাও একথা বলে গেছে। সুতরাং এ বিজয় শুধু আওয়ামী লীগের বিজয় না, এটা বঙ্গবন্ধুর বিজয়, এটা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিজয়।’
বাণিজ্যমন্ত্রী বলেন, জাতীয় পার্টি এখন দ্বিতীয় স্থানে আর বিএনপি তৃতীয় স্থানে চলে গেছে। বিএনপির জন্য এ পরাজয়টা অপেক্ষা করছিল।
এসময় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ৩১ ডিসেম্বর, ২০১৮ ১৪:৪৫

কন্যা শেখ হাসিনার বেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফিরে এসেছেন বলে মন্তব্য করেছেন ভোলা-১ আসনে নৌকা প্রতীকে নবনির্বাচিত সংসদ সদস্য বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
সোমবার সকালে ভোলা সদরের গাজীপুরস্থ বাসভবনে স্থানীয় বিভিন্ন সংগঠনের সঙ্গে বিজয়ী শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন।
নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের ভূমিধস বিজয়ের বিষয়ে জানতে চাইলে তোফায়েল আহমেদ বলেন, ‘১৯৭০ সালের নির্বাচনের মতো মনে হয় বঙ্গবন্ধু আবার ফিরে এসেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বেশে।’
তিনি বলেন, ‘সারা দেশে আওয়ামী লীগের গণজোয়ার বইছে। এ নির্বাচনে একটি নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে। তরুন প্রজন্ম এগিয়ে এসেছে। তারা স্বাধীনতা বিরোধীদের বিপক্ষে ভোট দিয়েছে।’
প্রবীণ এই আওয়ামী লীগ নেতা বলেন, ‘বিএনপি প্রতিষ্ঠিত হওয়ার পরে যে অন্যায়-অবিচার করেছে, মানুষ ব্যালটের মাধ্যমে তার জবাব দিয়েছে। বাংলাদেশের মানুষ আর যাইহোক নীতিহীন মানুষকে পছন্দ করে না। তার প্রমাণ তারা দিয়েছে ব্যালটের মাধ্যমে।’
এ সময় তিনি আরও বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। যেসব বিদেশি পর্যবেক্ষক এসেছিল, তারাও একথা বলে গেছে। সুতরাং এ বিজয় শুধু আওয়ামী লীগের বিজয় না, এটা বঙ্গবন্ধুর বিজয়, এটা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিজয়।’
বাণিজ্যমন্ত্রী বলেন, জাতীয় পার্টি এখন দ্বিতীয় স্থানে আর বিএনপি তৃতীয় স্থানে চলে গেছে। বিএনপির জন্য এ পরাজয়টা অপেক্ষা করছিল।
এসময় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।