রিজভীর সঙ্গে মার্কিন দূতাবাস কর্মকর্তার বৈঠক
নিজস্ব প্রতিবেদক | ৩১ ডিসেম্বর, ২০১৮ ১৯:১৩
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র দূতাবাসের পলিটিক্যাল অ্যাফেয়ার্স সেকেন্ড সেক্রেটারি জ্যাকব জে লেভিন।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে জ্যাকব নামের ওই কর্মকর্তা নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে তার সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খানও উপস্থিত ছিলেন। তবে বৈঠকের বিষয়ে কোনো পক্ষ সংবাদমাধ্যমকে কিছু জানায়নি।
এদিকে নয়াপল্টনে দলীয় কার্যালয় সূত্র জানায়, বেলা ১২টার দিকে যুক্তরাষ্ট্র দূতাবাসের ওই কর্মকর্তা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেন। প্রায় এক ঘণ্টা অবস্থান করে দুপুর দেড়টার দিকে সেখান থেকে বেরিয়ে যান তিনি। বৈঠকে নির্বাচন নিয়ে তাদের মধ্যে কথা হয়।
বৈঠকের বিষয়ে জানতে চাইলে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ দেশ রূপান্তরকে বলেন, দুপুরে মার্কিন দূতাবাসের একজন কর্মকর্তা বিএনপির নয়াপল্টন কার্যালয়ে এসেছিলেন। তিনি রুহুল কবির রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাদের মধ্যে কী আলোচনা হয়েছে তা বলতে পারব না।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ৩১ ডিসেম্বর, ২০১৮ ১৯:১৩

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র দূতাবাসের পলিটিক্যাল অ্যাফেয়ার্স সেকেন্ড সেক্রেটারি জ্যাকব জে লেভিন।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে জ্যাকব নামের ওই কর্মকর্তা নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে তার সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খানও উপস্থিত ছিলেন। তবে বৈঠকের বিষয়ে কোনো পক্ষ সংবাদমাধ্যমকে কিছু জানায়নি।
এদিকে নয়াপল্টনে দলীয় কার্যালয় সূত্র জানায়, বেলা ১২টার দিকে যুক্তরাষ্ট্র দূতাবাসের ওই কর্মকর্তা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেন। প্রায় এক ঘণ্টা অবস্থান করে দুপুর দেড়টার দিকে সেখান থেকে বেরিয়ে যান তিনি। বৈঠকে নির্বাচন নিয়ে তাদের মধ্যে কথা হয়।
বৈঠকের বিষয়ে জানতে চাইলে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ দেশ রূপান্তরকে বলেন, দুপুরে মার্কিন দূতাবাসের একজন কর্মকর্তা বিএনপির নয়াপল্টন কার্যালয়ে এসেছিলেন। তিনি রুহুল কবির রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাদের মধ্যে কী আলোচনা হয়েছে তা বলতে পারব না।