আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না: ওবায়দুল কাদের
নোয়াখালী প্রতিনিধি | ৩১ ডিসেম্বর, ২০১৮ ১৯:৫০
আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। একাদশ সংসদ নির্বাচনে তার দল ও জোটের বিজয়কে ‘ঐতিহাসিক’ অভিহিত করে তিনি বলেন, বিজয়ের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতিহিংসার রাজনীতি থেকে দূরে থাকতে হবে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বেলেন, ২০০১’র পর জামায়াত-বিএনপি যে জুলুম-অত্যাচার হয়েছিল তা ভুলে যেতে হবে। নৌকার পক্ষের নেতাকর্মীদের ধৈর্যধারণ করতে হবে।
তিনি সোমবার সকালে তার নিজ আসনের বসুরহাট রুপালি চত্বরে নির্বাচন পরবর্তী পথসভায় এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, এ ঐতিহাসিক বিজয় জনতার বিজয়। এ বিজয় বঙ্গবন্ধুর আদর্শের বিজয়। দেশরত্ন শেখ হাসিনার বিজয়।
তিনি বলেন, রাজনীতির বাগবিতণ্ডা রাজনীতির মাঠে থাকবে। রাজনীতির বাগবিতণ্ডা বাড়ি-ঘরে নিয়ে রেষারেষি করা যাবে না। রাজনীতিতে জোয়ার ভাটা থাকবে, তাই নেত্রীর নির্দেশ কোনো উচ্ছ্বাস নয়। সাধারণ মানুষকে ভালোবাসতে হবে, মানুষের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।
তিনি নোয়াখালীর ৬ আসন ‘দেশরত্ন শেখ হাসিনাকে উপহার দেওয়ার’ জন্য নোয়াখালীবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ওবায়দুল কাদের বলেন, ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি, গোটা এলাকার সব রাস্তা পাকা করেছি এখন দরকার তরুণ-বেকারদের কর্মসংস্থান।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নোয়াখালী প্রতিনিধি | ৩১ ডিসেম্বর, ২০১৮ ১৯:৫০

আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। একাদশ সংসদ নির্বাচনে তার দল ও জোটের বিজয়কে ‘ঐতিহাসিক’ অভিহিত করে তিনি বলেন, বিজয়ের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতিহিংসার রাজনীতি থেকে দূরে থাকতে হবে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বেলেন, ২০০১’র পর জামায়াত-বিএনপি যে জুলুম-অত্যাচার হয়েছিল তা ভুলে যেতে হবে। নৌকার পক্ষের নেতাকর্মীদের ধৈর্যধারণ করতে হবে।
তিনি সোমবার সকালে তার নিজ আসনের বসুরহাট রুপালি চত্বরে নির্বাচন পরবর্তী পথসভায় এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, এ ঐতিহাসিক বিজয় জনতার বিজয়। এ বিজয় বঙ্গবন্ধুর আদর্শের বিজয়। দেশরত্ন শেখ হাসিনার বিজয়।
তিনি বলেন, রাজনীতির বাগবিতণ্ডা রাজনীতির মাঠে থাকবে। রাজনীতির বাগবিতণ্ডা বাড়ি-ঘরে নিয়ে রেষারেষি করা যাবে না। রাজনীতিতে জোয়ার ভাটা থাকবে, তাই নেত্রীর নির্দেশ কোনো উচ্ছ্বাস নয়। সাধারণ মানুষকে ভালোবাসতে হবে, মানুষের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।
তিনি নোয়াখালীর ৬ আসন ‘দেশরত্ন শেখ হাসিনাকে উপহার দেওয়ার’ জন্য নোয়াখালীবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ওবায়দুল কাদের বলেন, ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি, গোটা এলাকার সব রাস্তা পাকা করেছি এখন দরকার তরুণ-বেকারদের কর্মসংস্থান।