সংসদে বিএনপি প্রকৃত বিরোধী দল: হারুন
নিজস্ব প্রতিবেদক | ১৭ জুন, ২০১৯ ২০:৫৬
সংসদে নিজেদের ‘প্রকৃত বিরোধী দল’ বলে দাবি করেছেন বিএনপির সংসদ সদস্য হারুন অর রশীদ।
সোমবার সংসদের চলতি ২০১৮-১৯ অর্থ বছরের সম্পূরক বাজেটের ছাঁটাই প্রস্তাবের উপর আলোচনার সময় তিনি এই দাবি করেন।
তার বক্তব্যের সময় সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সদস্যরা প্রতিবাদ জানান।
বিএনপির হারুন বলেন, 'আমরাই প্রকৃত বিরোধী দল। কারণ গা বাঁচিয়ে আমরা কথা বলি না।'
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, 'আপনি যেভাবেই বিরোধী দল সাজান না কেন? মহাজোটের অংশীদারদের দিয়েও সাজান না কেন, তাতে কোনো লাভ হবে না। আমরাই প্রকৃত বিরোধী দল।'
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ১৭ জুন, ২০১৯ ২০:৫৬

সংসদে নিজেদের ‘প্রকৃত বিরোধী দল’ বলে দাবি করেছেন বিএনপির সংসদ সদস্য হারুন অর রশীদ।
সোমবার সংসদের চলতি ২০১৮-১৯ অর্থ বছরের সম্পূরক বাজেটের ছাঁটাই প্রস্তাবের উপর আলোচনার সময় তিনি এই দাবি করেন।
তার বক্তব্যের সময় সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সদস্যরা প্রতিবাদ জানান।
বিএনপির হারুন বলেন, 'আমরাই প্রকৃত বিরোধী দল। কারণ গা বাঁচিয়ে আমরা কথা বলি না।'
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, 'আপনি যেভাবেই বিরোধী দল সাজান না কেন? মহাজোটের অংশীদারদের দিয়েও সাজান না কেন, তাতে কোনো লাভ হবে না। আমরাই প্রকৃত বিরোধী দল।'
শেয়ার করুন