মওলানা ভাসানী খেটে খাওয়া মানুষের জন্য সংগ্রাম করেছেন: ফখরুল
টাঙ্গাইল প্রতিনিধি | ১৭ নভেম্বর, ২০১৯ ১৩:১৮
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মওলানা ভাসানী দীর্ঘ রাজনৈতিক জীবনে সব সময় খেটে খাওয়া মানুষের জন্য সংগ্রাম করেছেন।
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৩তম মৃত্যুবার্ষিকীতে টাঙ্গাইলে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।
মির্জা ফখরুল বলেন, মওলানা ভাসানী কৃষক শ্রমিক মেহনতি মানুষের নেতা ছিলেন। তিনি তার দীর্ঘ রাজনৈতিক জীবনে সব সময় খেটে খাওয়া মানুষের জন্য সংগ্রাম করেছেন।
এসময় জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশে এখন গণতন্ত্র নেই, মানুষের অধিকার নেই। বর্তমান সরকার বিনা ভোটে জোর করে ক্ষমতা দখল করে আছে।’
এর আগে সকাল সাড়ে ৭টায় মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলাউদ্দিন ভাসানীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও মাজার জিয়ারতের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করেন।
এরপর জেলা আওয়ামী লীগ, বিএনপি, মাওলানা ভাসানীর পরিবার, টাঙ্গাইল প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান এবং দেশি- বিদেশি ভক্তসহ সর্বস্তরের জনতা ফুল দিয়ে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এদিকে দিবসটি উপলক্ষে প্রতি বছরের মতো এবারও দেয়াল পত্রিকা প্রকাশ, ওরস, স্মরণ সভা, গণভোজ, মেলাসহ দিনব্যাপী নানা কর্মসূচি পালন করছে বিভিন্ন সংগঠন।
শেয়ার করুন
সংশ্লিষ্ট সংবাদ
টাঙ্গাইল প্রতিনিধি | ১৭ নভেম্বর, ২০১৯ ১৩:১৮
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মওলানা ভাসানী দীর্ঘ রাজনৈতিক জীবনে সব সময় খেটে খাওয়া মানুষের জন্য সংগ্রাম করেছেন।
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৩তম মৃত্যুবার্ষিকীতে টাঙ্গাইলে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।
মির্জা ফখরুল বলেন, মওলানা ভাসানী কৃষক শ্রমিক মেহনতি মানুষের নেতা ছিলেন। তিনি তার দীর্ঘ রাজনৈতিক জীবনে সব সময় খেটে খাওয়া মানুষের জন্য সংগ্রাম করেছেন।
এসময় জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশে এখন গণতন্ত্র নেই, মানুষের অধিকার নেই। বর্তমান সরকার বিনা ভোটে জোর করে ক্ষমতা দখল করে আছে।’
এর আগে সকাল সাড়ে ৭টায় মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলাউদ্দিন ভাসানীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও মাজার জিয়ারতের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করেন।
এরপর জেলা আওয়ামী লীগ, বিএনপি, মাওলানা ভাসানীর পরিবার, টাঙ্গাইল প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান এবং দেশি- বিদেশি ভক্তসহ সর্বস্তরের জনতা ফুল দিয়ে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এদিকে দিবসটি উপলক্ষে প্রতি বছরের মতো এবারও দেয়াল পত্রিকা প্রকাশ, ওরস, স্মরণ সভা, গণভোজ, মেলাসহ দিনব্যাপী নানা কর্মসূচি পালন করছে বিভিন্ন সংগঠন।