জাতীয়ভাবে করোনাভাইরাস মোকাবিলা করুন: সরকারকে বিএনপি
নিজস্ব প্রতিবেদক | ২১ মার্চ, ২০২০ ২২:৪৭
কালবিলম্ব না করে জাতীয়ভাবে করোনাভাইরাস মোকাবিলা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। একই সঙ্গে করোনাভাইরাসে আক্রান্তদের চিহ্নিত করতে শুধুমাত্র একটি জায়গায় পরীক্ষার ব্যবস্থা না রেখে সারা দেশের প্রতিটি জেলা সদর হাসপাতালে পরীক্ষার ব্যবস্থা করার জন্যও সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে দলটি।
শনিবার গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল বলেন, সরকার ইচ্ছাকৃতভাবে শুরু থেকে কার্যকর উদ্যোগ গ্রহণ করেনি। তারা জনগণকে ধোঁকা দিয়ে ক্ষমতায় টিকে থাকার একটি অপকৌশল গ্রহণ করেছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে খেটে খাওয়া দিনমজুর ভাইবোনেরা। তারা একদিন কাজ না করলে খাবার জুটবে না। তাই আপৎকালীন সময়ের জন্য তাদেরকে ভাতার ব্যবস্থা করা দরকার। এতে করে তারা বাসা বাড়িতে অবস্থান করবে।
ব্যবসায়ীদের প্রতি তিনি বলেন, এই অবস্থায় দয়া করে দ্রব্যমূল্য বৃদ্ধি করবেন না। করোনাভাইরাসের সংক্রমণের কারণে তৈরি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান হুমকির মধ্যে পড়েছে। যেখান থেকে বৈদেশিক মুদ্রা আয় হয়। তাই এই খাতের প্রতি আলাদাভাবে মনোযোগ দিতে হবে সরকারকে।
ঢাকা-১০ আসনের উপনির্বাচনের ফল বাতিল করে নতুন করে উপনির্বাচন দিতে সরকার ও কমিশনের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব।
লন্ডন থেকে স্কাইপের মাধ্যমে সভায় সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে অংশ নেন ড. খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়. নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ২১ মার্চ, ২০২০ ২২:৪৭

কালবিলম্ব না করে জাতীয়ভাবে করোনাভাইরাস মোকাবিলা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। একই সঙ্গে করোনাভাইরাসে আক্রান্তদের চিহ্নিত করতে শুধুমাত্র একটি জায়গায় পরীক্ষার ব্যবস্থা না রেখে সারা দেশের প্রতিটি জেলা সদর হাসপাতালে পরীক্ষার ব্যবস্থা করার জন্যও সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে দলটি।
শনিবার গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল বলেন, সরকার ইচ্ছাকৃতভাবে শুরু থেকে কার্যকর উদ্যোগ গ্রহণ করেনি। তারা জনগণকে ধোঁকা দিয়ে ক্ষমতায় টিকে থাকার একটি অপকৌশল গ্রহণ করেছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে খেটে খাওয়া দিনমজুর ভাইবোনেরা। তারা একদিন কাজ না করলে খাবার জুটবে না। তাই আপৎকালীন সময়ের জন্য তাদেরকে ভাতার ব্যবস্থা করা দরকার। এতে করে তারা বাসা বাড়িতে অবস্থান করবে।
ব্যবসায়ীদের প্রতি তিনি বলেন, এই অবস্থায় দয়া করে দ্রব্যমূল্য বৃদ্ধি করবেন না। করোনাভাইরাসের সংক্রমণের কারণে তৈরি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান হুমকির মধ্যে পড়েছে। যেখান থেকে বৈদেশিক মুদ্রা আয় হয়। তাই এই খাতের প্রতি আলাদাভাবে মনোযোগ দিতে হবে সরকারকে।
ঢাকা-১০ আসনের উপনির্বাচনের ফল বাতিল করে নতুন করে উপনির্বাচন দিতে সরকার ও কমিশনের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব।
লন্ডন থেকে স্কাইপের মাধ্যমে সভায় সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে অংশ নেন ড. খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়. নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।