গাজীপুরে বিএনপির মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ আওয়ামী লীগ ও পুলিশের বিরুদ্ধে
নিজস্ব প্রতিবেদক | ২৫ জানুয়ারি, ২০২১ ১৯:৪১
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, গাজীপুরের শ্রীপুর উপজেলা ও শ্রীপুর পৌর বিএনপির কর্মীসভা করার জন্য নির্মিত মঞ্চ রবিবার রাতে ভেঙে দিয়েছে স্থানীয় আওয়ামী লীগ ও পুলিশ।
সোমবার এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।
বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ‘রবিবার রাতে গাজীপুরের শ্রীপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দুই এলাকায় কর্মীসভার উদ্দেশ্যে নির্মিত দু’টি মঞ্চ যুবলীগ-ছাত্রলীগের সন্ত্রাসীরা ভেঙ্গে গুঁড়িয়ে দেয়। পরবর্তীতে অন্য দুই স্থানে কর্মীসভার আয়োজন করা হলেও পুলিশ বাধা দিয়ে কর্মীসভাগুলো পণ্ড করে দেয়। পুলিশ এবং ছাত্রলীগ-যুবলীগের এ ধরনের কাপুরুষোচিত ও ন্যাক্কারজনক ঘটনায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হচ্ছে।’
এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতিতে তিনি বলেন, ‘বর্তমান মিডনাইট সরকারের আমলে দেশের সর্বত্র অন্যায় ও অবিচারের দোর্দণ্ড প্রতাপ চলছে। দেশে আইন-কানুনের বালাই নেই বলেই সরকার দলীয় সন্ত্রাসী ও আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারা বিএনপিসহ বিরোধী দলগুলোর যেকোনো শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়ে তা পন্ড করা হচ্ছে।’
মির্জা ফখরুল বলেন, ‘আসলে সরকারের পায়ের নিচের মাটি সরে গেছে বলেই ক্ষমতা হারানোর অজানা আতঙ্কে তারা বিরোধী দলের কর্মসূচি দেখলেই আঁতকে উঠছে। তাই দলীয় সন্ত্রাসী ও আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে বিএনপিসহ বিরোধী দল ও মতের ওপর চালানো হচ্ছে অবর্ণনীয় নিপীড়ণ-নির্যাতন। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে দেশে রাজনীতি করার অধিকার কেবল আওয়ামী লীগের, অন্য দল বা মতের অনুসারীদের জন্য নয়। আওয়ামী ভয়াবহ দুঃশাসন থেকে পরিত্রাণ পেতে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই।’
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ২৫ জানুয়ারি, ২০২১ ১৯:৪১

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, গাজীপুরের শ্রীপুর উপজেলা ও শ্রীপুর পৌর বিএনপির কর্মীসভা করার জন্য নির্মিত মঞ্চ রবিবার রাতে ভেঙে দিয়েছে স্থানীয় আওয়ামী লীগ ও পুলিশ।
সোমবার এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।
বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ‘রবিবার রাতে গাজীপুরের শ্রীপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দুই এলাকায় কর্মীসভার উদ্দেশ্যে নির্মিত দু’টি মঞ্চ যুবলীগ-ছাত্রলীগের সন্ত্রাসীরা ভেঙ্গে গুঁড়িয়ে দেয়। পরবর্তীতে অন্য দুই স্থানে কর্মীসভার আয়োজন করা হলেও পুলিশ বাধা দিয়ে কর্মীসভাগুলো পণ্ড করে দেয়। পুলিশ এবং ছাত্রলীগ-যুবলীগের এ ধরনের কাপুরুষোচিত ও ন্যাক্কারজনক ঘটনায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হচ্ছে।’
এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতিতে তিনি বলেন, ‘বর্তমান মিডনাইট সরকারের আমলে দেশের সর্বত্র অন্যায় ও অবিচারের দোর্দণ্ড প্রতাপ চলছে। দেশে আইন-কানুনের বালাই নেই বলেই সরকার দলীয় সন্ত্রাসী ও আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারা বিএনপিসহ বিরোধী দলগুলোর যেকোনো শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়ে তা পন্ড করা হচ্ছে।’
মির্জা ফখরুল বলেন, ‘আসলে সরকারের পায়ের নিচের মাটি সরে গেছে বলেই ক্ষমতা হারানোর অজানা আতঙ্কে তারা বিরোধী দলের কর্মসূচি দেখলেই আঁতকে উঠছে। তাই দলীয় সন্ত্রাসী ও আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে বিএনপিসহ বিরোধী দল ও মতের ওপর চালানো হচ্ছে অবর্ণনীয় নিপীড়ণ-নির্যাতন। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে দেশে রাজনীতি করার অধিকার কেবল আওয়ামী লীগের, অন্য দল বা মতের অনুসারীদের জন্য নয়। আওয়ামী ভয়াবহ দুঃশাসন থেকে পরিত্রাণ পেতে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই।’