কেন্দ্রীয় ছাত্রলীগের প্রেস রিলিজে বঙ্গবন্ধুর নামের বানান ভুল
অনলাইন ডেস্ক | ৭ মার্চ, ২০২১ ১৬:২৫
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির প্রেস রিলিজে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামের বানান ভুল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা তৈরি হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে রবিবারের কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ ছাত্রলীগ শনিবার একটি প্রেস রিলিজ প্রকাশ করে।
প্রেস রিলিজের শেষের দিকে কর্মসূচির তালিকাতে দুই স্থানে বঙ্গবন্ধুর নামের বানান ভুল দেখা যায়।
এ বিষয়ে দুঃখ প্রকাশ করে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ইন্দ্রনীল দেব শর্মা রনি দেশ রূপান্তরকে বলেন, এক সঙ্গে অনেক ধরনের কাজের চাপে প্রুফ দেখায় ভুল হয়েছিল। তবে বিষয়টি চোখে পড়ার সঙ্গে সঙ্গে তা সংশোধন করা হয় এবং আগের প্রেস রিলিজটি সরিয়ে ফেলা হয়।
তিনি বলেন, এ ভুলের জন্য যারা সমালোচনা করছেন তাদেরকে সাধুবাদ। ভবিষ্যতে এ বিষয়ে সতর্ক থাকব।
তিনি আরও বলেন, এ ঘটনার সঙ্গে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কোনো সম্পর্ক নেই, এটা একান্তই আমার ভুল।
প্রসঙ্গত, সরিয়ে ফেলা প্রেস রিলিজটিতে দেখা যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামের স্থানে দুইবার ‘মজিবুর’ লেখা হয়েছে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ৭ মার্চ, ২০২১ ১৬:২৫

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির প্রেস রিলিজে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামের বানান ভুল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা তৈরি হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে রবিবারের কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ ছাত্রলীগ শনিবার একটি প্রেস রিলিজ প্রকাশ করে।
প্রেস রিলিজের শেষের দিকে কর্মসূচির তালিকাতে দুই স্থানে বঙ্গবন্ধুর নামের বানান ভুল দেখা যায়।
এ বিষয়ে দুঃখ প্রকাশ করে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ইন্দ্রনীল দেব শর্মা রনি দেশ রূপান্তরকে বলেন, এক সঙ্গে অনেক ধরনের কাজের চাপে প্রুফ দেখায় ভুল হয়েছিল। তবে বিষয়টি চোখে পড়ার সঙ্গে সঙ্গে তা সংশোধন করা হয় এবং আগের প্রেস রিলিজটি সরিয়ে ফেলা হয়।
তিনি বলেন, এ ভুলের জন্য যারা সমালোচনা করছেন তাদেরকে সাধুবাদ। ভবিষ্যতে এ বিষয়ে সতর্ক থাকব।
তিনি আরও বলেন, এ ঘটনার সঙ্গে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কোনো সম্পর্ক নেই, এটা একান্তই আমার ভুল।
প্রসঙ্গত, সরিয়ে ফেলা প্রেস রিলিজটিতে দেখা যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামের স্থানে দুইবার ‘মজিবুর’ লেখা হয়েছে।