মোদীর ঢাকা সফরকে সামনে রেখে সংবাদ সম্মেলন করবে বিএনপি
নিজস্ব প্রতিবেদক | ৮ মার্চ, ২০২১ ১৮:১২
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরকে সামনে রেখে দলের অবস্থান ও প্রত্যাশার বিষয়ে জানাতে সংবাদ সম্মেলন করবে বিএনপি।
সোমবার দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
গত শনিবার বিএনপির স্থায়ী কমিটির এক ভার্চুয়াল সভা হয়। সভার সিদ্ধান্ত জানাতে গণমাধ্যমে এই সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়।
এতে জানানো হয়, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয় শংকরের ঢাকা সফরকালীন সময়ে প্রদত্ত বক্তব্য এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা সফরের বিষয়ে ওই সভায় আলোচনা হয়। এ বিষয়ে পরবর্তীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিএনপির অবস্থান গণমাধ্যমে জানানো হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এতে বলা হয়, সভায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চেয়ারপারসনের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে সভাকে অবহিত করেন এবং তার বিরুদ্ধে চলমান মামলাগুলোর বিষয়ে আলোচনা করেন।
সভায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিনে মুক্ত কার্টুনিস্ট কিশোরের গণমাধ্যমে প্রদত্ত সাক্ষাৎকার বিষয়ে আলোচনা হয় এবং লেখক মুশতাক আহমেদসহ ডিজিটাল নিরাপত্তা আইনে আটক বন্দীদের ওপরে আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃক যে পাশবিক নির্যাতন চালানো হয়, তাতে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করা হয়। গণবিরোধী ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ৮ মার্চ, ২০২১ ১৮:১২

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরকে সামনে রেখে দলের অবস্থান ও প্রত্যাশার বিষয়ে জানাতে সংবাদ সম্মেলন করবে বিএনপি।
সোমবার দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
গত শনিবার বিএনপির স্থায়ী কমিটির এক ভার্চুয়াল সভা হয়। সভার সিদ্ধান্ত জানাতে গণমাধ্যমে এই সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়।
এতে জানানো হয়, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয় শংকরের ঢাকা সফরকালীন সময়ে প্রদত্ত বক্তব্য এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা সফরের বিষয়ে ওই সভায় আলোচনা হয়। এ বিষয়ে পরবর্তীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিএনপির অবস্থান গণমাধ্যমে জানানো হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এতে বলা হয়, সভায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চেয়ারপারসনের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে সভাকে অবহিত করেন এবং তার বিরুদ্ধে চলমান মামলাগুলোর বিষয়ে আলোচনা করেন।
সভায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিনে মুক্ত কার্টুনিস্ট কিশোরের গণমাধ্যমে প্রদত্ত সাক্ষাৎকার বিষয়ে আলোচনা হয় এবং লেখক মুশতাক আহমেদসহ ডিজিটাল নিরাপত্তা আইনে আটক বন্দীদের ওপরে আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃক যে পাশবিক নির্যাতন চালানো হয়, তাতে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করা হয়। গণবিরোধী ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।