ওবায়দুল সত্য কথা বলে ফেলেছেন: প্রিন্স
নিজস্ব প্রতিবেদক | ১৩ মে, ২০২২ ২১:৫৮
বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, সত্যকে কখনো চাপা দেওয়া যায় না, মনের অগোচরে হোক, বা যেভাবেই হোক, তা প্রকাশ হবেই। ফরিদপুরে আওয়ামী লীগের সম্মেলনে ওবায়দুল কাদের সাহেব স্বীকার করেছেন, আওয়ামী লীগাররা কোটি কোটি টাকা পাচার করেছে, মাদকব্যাবসায়ী, মাদক সেবক, সন্ত্রাসী, দুর্নীতিবাজ, ভূমিদস্যুরা আওয়ামী লীগ করে। এখন আত্মস্বীকৃত, দুর্নীতিবাজ, অর্থপাচারকারীদের সরকারের পদত্যাগ ছাড়া অন্য কোনো পথ নাই।
তিনি শুক্রবার সন্ধ্যায় ময়মনসিংহে দলীয় কার্যালয়ে উত্তর, দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের যৌথ প্রস্তুতি সভায় এসব বলেন। রবিবার অনুষ্ঠিতব্য বিক্ষোভ সমাবেশ সফল করতে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ এবং মহানগর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আহ্বায়ক, যুগ্মআহ্বায়ক / সভাপতি, সাধারণ সম্পাদকগণের সমন্বয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ময়মনসিংহের বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন।
যৌথ সভায় প্রিন্স বলেন, অনিবার্য পতন ঠেকাতে সরকার বিরোধী দলের নেতাকর্মীদের ওপর সন্ত্রসী হামলা চালিয়ে নৈরাজ্য সৃষ্টি করে ভয়, আতঙ্ক ছড়াচ্ছে। এসবে বিএনপি ভয় পায় না।
তিনি নেতাকর্মীদের প্রতি রোববার ময়মনসিংহের বিক্ষোভ সমাবেশ সফল করতে আহ্বান জানান।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ১৩ মে, ২০২২ ২১:৫৮

বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, সত্যকে কখনো চাপা দেওয়া যায় না, মনের অগোচরে হোক, বা যেভাবেই হোক, তা প্রকাশ হবেই। ফরিদপুরে আওয়ামী লীগের সম্মেলনে ওবায়দুল কাদের সাহেব স্বীকার করেছেন, আওয়ামী লীগাররা কোটি কোটি টাকা পাচার করেছে, মাদকব্যাবসায়ী, মাদক সেবক, সন্ত্রাসী, দুর্নীতিবাজ, ভূমিদস্যুরা আওয়ামী লীগ করে। এখন আত্মস্বীকৃত, দুর্নীতিবাজ, অর্থপাচারকারীদের সরকারের পদত্যাগ ছাড়া অন্য কোনো পথ নাই।
তিনি শুক্রবার সন্ধ্যায় ময়মনসিংহে দলীয় কার্যালয়ে উত্তর, দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের যৌথ প্রস্তুতি সভায় এসব বলেন। রবিবার অনুষ্ঠিতব্য বিক্ষোভ সমাবেশ সফল করতে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ এবং মহানগর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আহ্বায়ক, যুগ্মআহ্বায়ক / সভাপতি, সাধারণ সম্পাদকগণের সমন্বয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ময়মনসিংহের বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন।
যৌথ সভায় প্রিন্স বলেন, অনিবার্য পতন ঠেকাতে সরকার বিরোধী দলের নেতাকর্মীদের ওপর সন্ত্রসী হামলা চালিয়ে নৈরাজ্য সৃষ্টি করে ভয়, আতঙ্ক ছড়াচ্ছে। এসবে বিএনপি ভয় পায় না।
তিনি নেতাকর্মীদের প্রতি রোববার ময়মনসিংহের বিক্ষোভ সমাবেশ সফল করতে আহ্বান জানান।