বিএনপি ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী কে হবেন, জানালেন মোশাররফ
অনলাইন ডেস্ক | ১৬ মে, ২০২২ ১৫:২৯
বিএনপি ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী কে হবেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন মন্তব্যের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, তার মানে তাদের বোধোদয় হয়েছে, তারা বুঝতে পেরেছে বিএনপি ক্ষমতায় যাবে। আমরা বলতে চাই, বিএনপি ক্ষমতায় গেলে খালেদা জিয়াই প্রধানমন্ত্রী হবেন।
এ সময় তিনি ওবায়দুল কাদেরের উদ্দেশে প্রশ্ন রাখেন, ১০ বছর পর আপনারা ক্ষমতায় গেলে আপনাদের প্রধানমন্ত্রী কে হবে সেটা বলেন?
সোমবার (১৬ মে) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। গণতন্ত্র ফোরাম নামে একটি সংগঠন এ সভার আয়োজন করে।
খন্দকার মোশাররফ হোসেন বলেন, শ্রীলঙ্কা থেকে শিক্ষা নিয়ে এখনই পদত্যাগ করুন। তাহলে জনগণ দয়াও করতে পারে।
পি কে হালদারের দুর্নীতি ও গ্রেফতারের ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, সকল দুর্নীতিকে ধামাচাপা দিতে দু-একটি ঘটনা সরকার সামনে আনছে। সরকারের উচ্চ পর্যায়ের সহযোগিতা না থাকলে পি কে হালদার এতো টাকা আত্মাসাৎ ও পাচার করতে পারতো না।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১৬ মে, ২০২২ ১৫:২৯

বিএনপি ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী কে হবেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন মন্তব্যের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, তার মানে তাদের বোধোদয় হয়েছে, তারা বুঝতে পেরেছে বিএনপি ক্ষমতায় যাবে। আমরা বলতে চাই, বিএনপি ক্ষমতায় গেলে খালেদা জিয়াই প্রধানমন্ত্রী হবেন।
এ সময় তিনি ওবায়দুল কাদেরের উদ্দেশে প্রশ্ন রাখেন, ১০ বছর পর আপনারা ক্ষমতায় গেলে আপনাদের প্রধানমন্ত্রী কে হবে সেটা বলেন?
সোমবার (১৬ মে) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। গণতন্ত্র ফোরাম নামে একটি সংগঠন এ সভার আয়োজন করে।
খন্দকার মোশাররফ হোসেন বলেন, শ্রীলঙ্কা থেকে শিক্ষা নিয়ে এখনই পদত্যাগ করুন। তাহলে জনগণ দয়াও করতে পারে।
পি কে হালদারের দুর্নীতি ও গ্রেফতারের ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, সকল দুর্নীতিকে ধামাচাপা দিতে দু-একটি ঘটনা সরকার সামনে আনছে। সরকারের উচ্চ পর্যায়ের সহযোগিতা না থাকলে পি কে হালদার এতো টাকা আত্মাসাৎ ও পাচার করতে পারতো না।