ছাত্রদল নেতা জাসামকে তুলে নেয়ার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক | ২০ মে, ২০২২ ০১:০৩
ছাত্রদল গুলশান থানা আহ্বায়ক কমিটির সদস্য আশরাফুল ইসলামকে (জাসাম) আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তুলে নিয়ে গেছে বলে সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
তাদের দাবি বৃহস্পতিবার বিকালে রাজধানীর কাকরাইল মোড় থেকে আশরাফুলকে তুলে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনী।
ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল ছাত্রদল আশরাফুল ইসলাম জাসামের সন্ধান দাবি করেন। প্রত্যক্ষদর্শী ছাত্রদল নেতার বরাত দিয়ে জুয়েল জানান,
নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে কাকরাইল মোড় আসামাত্র পুলিশ তাকে করে নিয়ে যায়। তবে রাত ১২টা পর্যন্ত সংশ্লিষ্ট বিভিন্ন থানায় খোঁজ নিয়েও জাসামের সন্ধান পাওয়া যাচ্ছে না। এই নিয়ে তাদের বেশ চিন্তিত।
জুয়েল জানান, আশরাফুল ইসলাম জাসামকে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় একটি ছবি তুলে রাখে প্রত্যক্ষদর্শী ছাত্রদলের নেতাকর্মীরা।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ২০ মে, ২০২২ ০১:০৩

ছাত্রদল গুলশান থানা আহ্বায়ক কমিটির সদস্য আশরাফুল ইসলামকে (জাসাম) আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তুলে নিয়ে গেছে বলে সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
তাদের দাবি বৃহস্পতিবার বিকালে রাজধানীর কাকরাইল মোড় থেকে আশরাফুলকে তুলে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনী।
ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল ছাত্রদল আশরাফুল ইসলাম জাসামের সন্ধান দাবি করেন। প্রত্যক্ষদর্শী ছাত্রদল নেতার বরাত দিয়ে জুয়েল জানান,
নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে কাকরাইল মোড় আসামাত্র পুলিশ তাকে করে নিয়ে যায়। তবে রাত ১২টা পর্যন্ত সংশ্লিষ্ট বিভিন্ন থানায় খোঁজ নিয়েও জাসামের সন্ধান পাওয়া যাচ্ছে না। এই নিয়ে তাদের বেশ চিন্তিত।
জুয়েল জানান, আশরাফুল ইসলাম জাসামকে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় একটি ছবি তুলে রাখে প্রত্যক্ষদর্শী ছাত্রদলের নেতাকর্মীরা।
শেয়ার করুন