‘নিখোঁজ’ ছাত্রদল নেতাকে চোখ-হাত বাধা অবস্থায় পাওয়া গেছে
নিজস্ব প্রতিবেদক | ২১ মে, ২০২২ ১৫:৪৪
বৃহস্পতিবার ধরে নিয়ে যাওয়া হয় জাসামকে, চোখ-হাত বাধা অবস্থায় শনিবার। ছবি: ছাত্রদল
ছাত্রদল অভিযোগ করেছিল, রাজধানীর কাকরাইল থেকে গত বৃহস্পতিবার (১৯ মে) গুলশান থানা আহ্বায়ক কমিটির সদস্য আশরাফুল ইসলাম জাসামকে তুলে নিয়ে গেছে পুলিশ।
অনেক খোঁজাখুঁজির পর শনিবার সকালে ডিওএইচএস এলাকায় চোখ ও হাত বাধা অবস্থায় তাকে পাওয়া যায় বলে দাবি করেছে বিএনপির অঙ্গ সংগঠনটি। জাসামের শরীরের বিভিন্নস্থানে জখমের চিহ্ন রয়েছে বলে জানা গেছে।
শনিবার দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ।
তিনি বলেন, ‘বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টন বিএনপি কার্যালয়ে থেকে বাসায় যাওয়ার পথে গুলশান থানা ছাত্রদলের নেতা আশরাফুল ইসলাম জাসামকে কাকরাইল মোড় থেকে পুলিশ উঠিয়ে নিয়ে যায়। রাজধানীর বিভিন্ন থানায় যোগাযোগ করে তার খোঁজ পাওয়া যায়নি। পরে আজ শনিবার সকালে রাজধানীর ডিওএইচএস এলাকায় চোখ ও হাত বাধা অবস্থায় তাকে পাওয়া যায়।’
শ্রাবণ বলেন, ‘সেদিন আমরা জাসামের সন্ধান দাবি করেছিলাম। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী সন্ধান দিতে পারেনি। রাত ১২টা পর্যন্ত সংশ্লিষ্ট বিভিন্ন থানায় খোঁজ নিয়েও জাসামের সন্ধান পাওয়া যায়নি। এই নিয়ে আমরা বেশ চিন্তিত ছিলাম। পুলিশ অস্বীকার করলেও জাসামকে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় একটি ছবি তুলে রেখেছিলেন প্রত্যক্ষদর্শী ছাত্রদলের নেতা-কর্মীরা।’
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ২১ মে, ২০২২ ১৫:৪৪

ছাত্রদল অভিযোগ করেছিল, রাজধানীর কাকরাইল থেকে গত বৃহস্পতিবার (১৯ মে) গুলশান থানা আহ্বায়ক কমিটির সদস্য আশরাফুল ইসলাম জাসামকে তুলে নিয়ে গেছে পুলিশ।
অনেক খোঁজাখুঁজির পর শনিবার সকালে ডিওএইচএস এলাকায় চোখ ও হাত বাধা অবস্থায় তাকে পাওয়া যায় বলে দাবি করেছে বিএনপির অঙ্গ সংগঠনটি। জাসামের শরীরের বিভিন্নস্থানে জখমের চিহ্ন রয়েছে বলে জানা গেছে।
শনিবার দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ।
তিনি বলেন, ‘বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টন বিএনপি কার্যালয়ে থেকে বাসায় যাওয়ার পথে গুলশান থানা ছাত্রদলের নেতা আশরাফুল ইসলাম জাসামকে কাকরাইল মোড় থেকে পুলিশ উঠিয়ে নিয়ে যায়। রাজধানীর বিভিন্ন থানায় যোগাযোগ করে তার খোঁজ পাওয়া যায়নি। পরে আজ শনিবার সকালে রাজধানীর ডিওএইচএস এলাকায় চোখ ও হাত বাধা অবস্থায় তাকে পাওয়া যায়।’
শ্রাবণ বলেন, ‘সেদিন আমরা জাসামের সন্ধান দাবি করেছিলাম। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী সন্ধান দিতে পারেনি। রাত ১২টা পর্যন্ত সংশ্লিষ্ট বিভিন্ন থানায় খোঁজ নিয়েও জাসামের সন্ধান পাওয়া যায়নি। এই নিয়ে আমরা বেশ চিন্তিত ছিলাম। পুলিশ অস্বীকার করলেও জাসামকে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় একটি ছবি তুলে রেখেছিলেন প্রত্যক্ষদর্শী ছাত্রদলের নেতা-কর্মীরা।’