হামলায় অংশ নেয়া ছাত্রলীগ নেতাকর্মীদের যে হুমকি দিলেন ইশরাক
অনলাইন ডেস্ক | ২৪ মে, ২০২২ ১৮:৪০
কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলায় ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।
মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলা ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। হামলার সময় ছাত্রলীগ নেতাকর্মীদের হকি স্টিক, রড, চাপাতি ও লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্র ব্যবহার করতে দেখা যায়।
এ ঘটনায় আহত ছাত্রদল নেতাকর্মীরা বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। মঙ্গলবার দুপুরের পর আহত নেতাকর্মীদের দেখতে যান ইশরাক হোসেন।
এরপর নিজের ফেসবুক পেজে তিনি লেখেন, 'ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদ মিনারের সামনে ছাত্রদল নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের সন্ত্রাস বাহিনীর ন্যক্কারজনক হামলা, ধাওয়া-পাল্টা ধাওয়া, ছাত্রদলের প্রতিরোধ সংগ্রাম'।
'এ সময় আহত হয়েছেন কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহসভাপতি রাশেদ ইকবাল খান, সাংগঠনিক সম্পাদক আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া ও ঢাবি সদস্য মানসুরা আলমসহ প্রায় ৩০ ছাত্রদলের নেতাকর্মী। প্রতিটা ভিডিও এবং ছবি দেখে হামলায় অংশগ্রহণকারীদের চিহ্নিত করা হচ্ছে। তোমরা তো বাংলাদেশেই থাকো নাকি?'
ইশরাক লেখেন, 'তোমাদের গডফাদাররা হয়তো প্লেনে চড়ে উড়াল দেয়ার সুযোগ পাবে। তোমাদের কি প্লেনের চাকা ধরে যাওয়ার সুযোগ দিবে? যারা এখনো এই প্রক্রিয়ায় যুক্ত হন নাই, সময় থাকতে জনরোষের হাত থেকে বাঁচার উদ্যোগ নিন।'
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৪ মে, ২০২২ ১৮:৪০

কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলায় ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।
মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলা ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। হামলার সময় ছাত্রলীগ নেতাকর্মীদের হকি স্টিক, রড, চাপাতি ও লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্র ব্যবহার করতে দেখা যায়।
এ ঘটনায় আহত ছাত্রদল নেতাকর্মীরা বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। মঙ্গলবার দুপুরের পর আহত নেতাকর্মীদের দেখতে যান ইশরাক হোসেন।
এরপর নিজের ফেসবুক পেজে তিনি লেখেন, 'ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদ মিনারের সামনে ছাত্রদল নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের সন্ত্রাস বাহিনীর ন্যক্কারজনক হামলা, ধাওয়া-পাল্টা ধাওয়া, ছাত্রদলের প্রতিরোধ সংগ্রাম'।
'এ সময় আহত হয়েছেন কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহসভাপতি রাশেদ ইকবাল খান, সাংগঠনিক সম্পাদক আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া ও ঢাবি সদস্য মানসুরা আলমসহ প্রায় ৩০ ছাত্রদলের নেতাকর্মী। প্রতিটা ভিডিও এবং ছবি দেখে হামলায় অংশগ্রহণকারীদের চিহ্নিত করা হচ্ছে। তোমরা তো বাংলাদেশেই থাকো নাকি?'
ইশরাক লেখেন, 'তোমাদের গডফাদাররা হয়তো প্লেনে চড়ে উড়াল দেয়ার সুযোগ পাবে। তোমাদের কি প্লেনের চাকা ধরে যাওয়ার সুযোগ দিবে? যারা এখনো এই প্রক্রিয়ায় যুক্ত হন নাই, সময় থাকতে জনরোষের হাত থেকে বাঁচার উদ্যোগ নিন।'